বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০২:০০ পূর্বাহ্ন

বাড়ির টবেই শিখে নিন সহজ পদ্ধতিতে আঙ্গুর চাষ করা!

রাব্বি মল্লিক / ১২৮ বার
আপডেট : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২

ডেস্ক নিউজ, নরসিংদী খবরঃ আঙ্গুর অত্যন্ত জনপ্রিয় একটি সুস্বাদু ফল। এই ফলটি খেতে খুব রসালো এবং খুবই মিষ্টি হয়। বর্তমানে বেশ কিছু জায়গায় আঙ্গুরের চাষ লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আপনি যদি চান আপনার ছোট্ট বাড়ির বাগানে কিংবা ছাদের মধ্যে টবেই চাষ করতে পারেন এই সুস্বাদু আঙ্গুর ফল গাছ।

এই ফলটি চাষের জন্য প্রথমেই প্রয়োজন দোআঁশ মাটির। দোআঁশ মাটির সঙ্গে উপযুক্ত জৈব সার আর সামান্য কাঁকর যোগ করতে হবে। বাড়ির উঠানে কিংবা বড় আকারের টবের মধ্যে আঙ্গুর চাষ করতে হবে। এই গাছ যেহেতু লতানো তাই অবশ্যই মাচা করে দিতে হবে।

জুন –জুলাই মাস নাগাদ আঙ্গুর গাছ লাগানোর সবচেয়ে উপযুক্ত সময় হিসাবে বিবেচিত। আপনি কাছাকাছি কোন নার্সারিতে যোগাযোগ করে চারা সংগ্রহ করতে পারেন। এই গাছের জন্য প্রয়োজন প্রচুর পরিমাণে সূর্যের আলোর ।

প্রথমে টবের মধ্যে সুন্দর ভাবে মাটি প্রস্তুত করে একটি বড় আকারের লাঠি গুঁজে দিয়ে তার পাশে চারা প্রতিস্থাপন করুন। চারা ওই লাঠির সঙ্গে বেঁধে দিতে হবে। চারা লাগানোর চারার বৃদ্ধির জন্য বাড়তি সার দিতে হবে। এক বছরে একে ভালো করে ছাঁটাই করতে হবে। অবশ্যই গোবর সার ভালো করে আঙ্গুরের মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে।

পোকামাকড়ের আক্রমণ যাতে না হয় তার জন্য প্রতিনিয়ত নিম তেল স্প্রে করতে হবে। গাছ থেকে ফল পাড়ার পর গাছটিকে আবার কাটাই ছাঁটাই করে রেখে দিতে হবে। মূলত আঙ্গুর গাছে এপ্রিল-মে মাসে ফুল আসে। আর সেপ্টেম্বরে এই গাছ থেকে ফল পাওয়া যায়। এইভাবে নিয়ম মেনে চললে আপনার ছাদবাগানেও বেড়ে উঠবে সুন্দর আঙ্গুর গাছ।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান। রাব্বি মল্লিক/এনজে

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ