ছবি সংগ্রহীত
চলচ্চিত্রে অভিষেক না হলেও ঢালিউডের পরিচিত মুখ শাহ হুমায়রা সুবাহ। হরহামেশাই থাকেন সংবাদের শিরোনামে। তবে এসবের মাঝে নতুন খবর হলো প্রেমে পড়েছেন এই অভিনেত্রী।
মডেল-অভিনেত্রী সুবাহ তার ফেসবুকে আজ বৃহস্পতিবার ১৪ জুলাই একটি পোস্ট শেয়ার করেছেন তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে। সেখানে তিনি লিখেছেন, ‘ইন এ রিলেশনশিপ’। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাল রঙের ভালোবাসার সাইন।
তবে এই অভিনেত্রী কার প্রেমে পড়েছেন আর কবে থেকেই বা প্রেমের সম্পর্কে রয়েছেন এই বিষয়ে সুবাহ জানিয়েছেন, ‘হ্যা প্রেম করছি। এটা সত্য। তবে কার সঙ্গে প্রেম করছি এখনই জানাব না। একদম বিয়ে করে বাচ্চা হলে তারপর জানাব।’
এদিকে সুবাহ অভিনীত মুক্তির অপেক্ষায় আছে রফিক সিকদার পরিচালিত সিনেমা ‘বসন্ত বিকেল’। তবে কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় এসেছেন তিনি