নিজস্ব প্রতিবেদক, নরসিংদী খবর ||
এশিয়া কাপে খেলছে বাংলাদেশ দল। আজ বৃহস্পতিবার শ্রীলংকার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে টাইগাররা। তবে প্রথম ম্যাচ হেরে কোনঠাসা টাইগাররা। কেননা সুপার ফোরে উঠতে হলে আজ বাঁচা-মরার ম্যাচ।
এই টুর্নামেন্টের বাইরে বাংলাদেশ দল নিয়ে নতুন আলোচনার জন্ম দিলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। টুইটারে তিনি টাইগারদের একটি পুরনো ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায় দলের কয়েকজনকে ক্রিকেটার মাঠে নামাজ আদায় করছেন। নামাজের ইমামতি করছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
২০১৯ সালে নিউজিল্যান্ড সফরের সময়কার এই ছবিটি বলে ধারণা করা হচ্ছে। তবে এই ছবি শেয়ার করে তসলিমা লিখেছেন, ‘বাংলাদেশ তাবলিগ জামাত টিম’।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /নরসিংদী খবর