সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:৩০ পূর্বাহ্ন

বাংলাদেশ থেকে বছরে ৪ হাজার কর্মী পাঠানোর চু‌ক্তি‌, গ্রিসের পার্লামেন্টে অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী জার্নাল ডট কম / ৮২ বার
আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২
বাংলাদেশ_থেকে_বছরে_৪_হাজার_কর্মী_পাঠানোর_চু‌ক্তি‌_গ্রিসের_পার্লামেন্টে_অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী জার্নাল ডট কম || বাংলাদেশ থেকে বছরে ৪ হাজার কর্মী পাঠানোর চু‌ক্তি‌, গ্রিসের পার্লামেন্টে অনুমোদন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে কর্মী প্রেরণের ক্ষেত্রে গ্রিসের সঙ্গে এক‌টি সমঝোতা চু‌ক্তি করে বাংলাদেশ। চু‌ক্তি‌টির অনুমোদন দিয়েছে গ্রিসের পার্লামেন্ট। এ চু‌ক্তির আওতায় প্রতি বছর বাংলাদেশ থেকে ৪ হাজার কৃ‌ষি কর্মী নে‌বে দেশ‌টি।

শুক্রবার (২২ জুলাই) দিবাগত রা‌তে গণমাধ্যমে পাঠা‌নো এক ক্ষু‌দে বার্তায় এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মো‌মেন।

ড. মো‌মেন ব‌লেন, গ্রিসের পার্লামেন্ট আমাদের স্বাক্ষরিত এমওইউ অনুমোদন করেছে। এই সংসদীয় অনুমোদনের মাধ্যমে শিগগিরই আইনি কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আমাদের ১৫ থেকে ১৮ হাজার লোককে ভিসা দে‌বে তারা। এই কাঠামোর আওতায় প্রতি বছর বাংলাদেশ থেকে ৪ হাজার নতুন কৃষি শ্রমিক নে‌বে তারা।

গ্রিসের অভিবাসন ও শরণার্থী বিষয়ক মন্ত্রী নোতিস মিতারাচি‌রের বরাত দি‌য়ে জার্মান গণমাধ্যম ড‌য়ে‌চে‌ ভেলের এক প্রতি‌বেদ‌নে বলা হয়, চুক্তি অনুযায়ী গ্রিস সরকার প্রতি বছর কৃষিখাতে চার হাজার মৌসুমি কাজের ভিসা দেবে। আগামী পাঁচ বছরে সর্বমোট ১৫ হাজার বাংলাদেশিকে এই ভিসা দেওয়া হবে। তারা বছরে নয় মাস গ্রিসে বসবাস ও কাজের সুযোগ পাবেন।

কৃষিখাতে ভিসা পাওয়া প্রত্যেক ব্যক্তিকে নয় মাস পর বাংলাদেশে ফেরত যেতে হবে, যা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার দায়বদ্ধ থাকবে। একজন ব্যক্তি এভাবে বছরে নয় মাস করে সর্বোচ্চ পাঁচ বছর গ্রিসে বৈধ অভিবাসী হিসেবে কাজ করতে পারবেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। হিমেল/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ