রবিবার, ০৪ জুন ২০২৩, ০১:২৮ অপরাহ্ন

বাংলাদেশ টাইগার্সের প্রথম ক্যাম্পে যে ২৩ ক্রিকেটার!

রাব্বি মল্লিক / ৯১ বার
আপডেট : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

অনেক আগেই জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে ‘ছায়া দল’ করার কথা জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। অবশেষে আলোর মুখ দেখলো বাংলাদেশ টাইগার্স নামক এই বিশেষ প্রোগ্রাম।

শনিবার ঘোষণা করা হলো বাংলাদেশ টাইগার্সের প্রথম ক্যাম্পের জন্য ২৩ ক্রিকেটারের নাম। যেখানে আছেন সাম্প্রতিক সময়ে জাতীয় দলের আশপাশে ক্রিকেটাররাই।

দশ দিনব্যাপী এই প্রথম ক্যাম্প চলবে আগামী ২৫ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে ৭ মার্চ পর্যন্ত। বগুড়ার শহিদ চান্দু স্টেডিয়ামে করা হবে এই ক্যাম্প।

সদ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগজয়ী অধিনায়ক ইমরুল কায়েস কিংবা বিপিএলে বাজিমাত করা তরুণ মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণও আছেন এই ক্যাম্পে। এছাড়া নাহিদুল ইসলাম, সৈকত আলি, জাকির হাসান, মেহেদি হাসান রানাদের মতো সম্ভাবনাময়রাও ডাক পেয়েছেন বাংলাদেশ টাইগার্সে।

বাংলাদেশ টাইগার্স স্কোয়াড
মুমিনুল হক সৌরভ, ফজলে মাহমুদ রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান, সাদমান ইসলাম অনিক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন আলি, সৈকত আলি, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাইম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি, সৈয়দ খালেদ আহমেদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান রানা ও মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ