শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৯ পূর্বাহ্ন

 বাঁচাও বাঁচাও চিৎকার, মাছ ধরতে নেমে অন্ধকার ড্রেনে আ’টকা

প্রতিনিধির নাম / ২১০ বার
আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২

 বাঁচাও বাঁচাও চিৎকার, মাছ ধরতে নেমে অন্ধকার ড্রেনে আ’টকা

মাছ ধরতে নেমে আটকা তিন শিশু-কিশোরকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (৭ জুন) বিকেলে যশোরের তেঁতুলতলা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবার ফোকাল পারসন (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ জানায়, যশোরের কোতোয়ালি থানার তেঁতুলতলা রেলগেট থেকে খালিদ হাসান নামে একজন কলার মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে কল করে জরুরি উদ্ধার সহায়তা চেয়ে অনুরোধ জানান।

কলার জানান, সেখানে ড্রেনের ভেতর কয়েক শিশু-কিশোর আটকা পড়েছে। তিনি শিশু-কিশোরদের কান্নাকাটি ও বাঁচাও বাঁচাও চিৎকার শুনতে পাচ্ছিলেন। ড্রেনের ছোট্ট একটি ফোকর দিয়ে তিনি কান্নারত এক শিশুকে দেখতে পেয়েছেন। ওই শিশু জানায়, ড্রেনের ভেতরে তার সঙ্গে আরও দুজন রয়েছে।

৯৯৯ কলটেকার কনস্টেবল মোসাম্মৎ ফাতেমা আক্তার কলটি রিসিভ করেন। কনস্টেবল ফাতেমা তাৎক্ষণিকভাবে যশোর ফায়ার সার্ভিস স্টেশনে বিষয়টি জানিয়ে দ্রুত উদ্ধার তৎপরতার জন্য অনুরোধ জানান।

পরে তিনি ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. আল আমিনকে কলারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

সংবাদ পেয়ে যশোর ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল অবিলম্বে ঘটনাস্থলে যায়। ড্রেনে নামার আর কোন পথ না থাকায় ঢালাই করা ড্রেনের কংক্রিট স্ল্যাব ভাঙার প্রয়োজন হয়ে পড়ে উদ্ধারকারী দলের।

এরপর ড্রেনে বিষাক্ত গ্যাস থাকার ঝুঁকি উপেক্ষা করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারীরা ড্রেনে নেমে প্রথমে এক কিশোরকে উদ্ধার করেন।

এরপর ড্রেনের ভেতর অর্ধ কিলোমিটার দূর থেকে আরও দুই শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। ড্রেনটির উচ্চতা সাত ফুট প্রস্থ তিন ফুট এবং দৈর্ঘ্য দুই কিলোমিটার।

তিন শিশু-কিশোর মাছ ধরতে জন্য ড্রেনে নেমেছিল। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে অনেক দূর চলে আসার পর অন্ধকার ড্রেনের ভেতর তারা দিক ও পথ হারিয়ে ফেলে বলে জানা যায়।

উদ্ধারকৃত তিন শিশু-কিশোরের নাম নিরব (১৪), হৃদয় (১৯) ও নয়ন (১৩)। উদ্ধারের বিষয়টি ফায়ার সার্ভিস দলের নেতৃত্বে থাকা সহকারী পরিচালক মনোরঞ্জন সরকার ৯৯৯-কে বিষয়টি নিশ্চিত করেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ