শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৭ অপরাহ্ন

বন্ধুর সার্টিফিকেট নিয়ে দশ বছর চাকরি করেছে এই মাসুম খান!

রাব্বি মল্লিক / ১৭৪ বার
আপডেট : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

বন্ধুর সার্টিফিকেটে ১০ বছর ধরে ছদ্মবেশে মাসুম খান নামে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে আসছিলেন তিনি।

বায়োডাটায় নিজের ছবি ছাড়া নাম, বাবার নাম, ঠিকানা, সার্টিফিকেট সবই ব্যবহার করেছেন বন্ধুর। কিন্তু পপুলার ফার্মাসিউটিক্যালের একটি প্রতারণার মামলার তদন্তে পিবিআইর হাতে তার সব গোমর ফাঁস হয়ে যায়।

পিবিআই জানতে পারে, মাসুম খান নামের ওই ব্যক্তির প্রকৃত নাম মোহাম্মদ সুজন। আর প্রকৃত মাসুম খান চাকরি করছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) সহকারী লাইব্রেরিয়ান পদে। অবশ্য এ রহস্য উদ্ঘাটনে পিবিআইকে রীতিমতো গলদঘর্ম হতে হয়।

পিবিআই জানায়, কথিত মাসুম খান (সুজন) সর্বশেষ ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ৩ জুলাই পর্যন্ত পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিতে সিনিয়র ইনফরমেশন অফিসার পদে চাকরি করেছেন। হঠাৎ চাকরি ছেড়ে দেন তিনি। পরে বিভিন্ন মার্কেটিং এক্সিকিউটিভদের কাছ থেকে ৭ লাখ ৭২ হাজার ১৯৪ টাকা নির্ধারিত ডিপোতে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

এরপর ওই বছরের ১৫ জুলাই মাসুম খান তার আপন ভাই সুবিন ইসলামকে নিয়ে পপুলার ফার্মাসিউটিক্যালের ধানমন্ডি অফিসে যান। সেখানে ৩০০ টাকার স্ট্যাম্পে তারা লিখিত দিয়ে আসেন ১৫ অক্টোবরের মধ্যে টাকা পরিশোধ করবেন। সুবিন ইসলাম এ টাকার জিম্মাদার হন। পরে যথাসময়ে টাকা পরিশোধ না করলে পপুলারের পক্ষ থেকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

সেই নোটিশের কোনো উত্তর না পাওয়ায় ২১ নভেম্বর প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ আজাদ হোসেন এ ব্যাপারে ঢাকা চিফ ম্যাজিস্ট্রেট আদালত-১৫ এ আত্মসাৎ ও প্রতারণার একটি মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআই ঢাকা মেট্রোকে (উত্তর) নির্দেশ দেন। জানা গেছে, তিনি এর আগেও অন্য প্রতিষ্ঠানে ছদ্মবেশে চাকরি করেছেন।

পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদারের তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) বিশেষ পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমের তদারকিতে পুলিশ পরিদর্শক মোহাম্মদ জুয়েল মিঞা উক্ত অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেন। তদন্ত কর্মকর্তা মামলায় দেওয়া আসামির ঠিকানা অনুযায়ী রংপুর সদরের পূর্ব খলেয়া গ্রামে যান।

সেই গ্রামের মো. মনসুরুল হক খানের ছেলে মাসুম খানকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে জানতে পারেন, তিনি (মাসুম খান) বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সহকারী লাইব্রেরিয়ান পদে চাকরি করছেন। পপুলারে দেওয়া বায়োডাটা এবং সব কাগজপত্রের মিল থাকলেও মাসুম খানের ছবির সঙ্গে লাইব্রেরিয়ান মাসুম খানের চেহারার মিল নেই। এ অবস্থায় তদন্ত কর্মকর্তা প্রতারণার বিষয়টি বুঝতে পারেন।

ছবি দেখালেও লাইব্রেরিয়ান মাসুম খান সেই ছদ্মবেশী মাসুম খানকে না চেনার ভান করেন। কিন্তু তদন্ত থেমে থাকেনি। পিবিআইর নানামুখী তদন্তে বেরিয়ে আসে ছদ্মবেশী মাসুম খান লাইব্রেরিয়ান মাসুম খানের নাম, বাবা-মায়ের নাম, জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র, সার্টিফিকেট সবই ব্যবহার করেছেন। শুধু সঠিকভাবে নিজের ছবিটি ব্যবহার করেছেন।

তদন্ত কর্মকর্তা মোহাম্মদ জুয়েল মিঞা যুগান্তরকে বলেন, তার ব্যবহৃত মোবাইল ফোনের তথ্যও ছিল ভুয়া। পরে ওই এলাকার বিভিন্ন ইউনিয়ন পরিষদে তার ছবি দেখিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা করি। একপর্যায়ে রংপুর কোতোয়ালি থানার হরিদেবপুর ইউনিয়নের একজন ইউপি সদস্য ছবি দেখে তাকে চিনতে পারেন।

তিনি জানান, তার নাম মো. সুজন (৩৮)। তার বাবার নাম আব্দুস সাত্তার ও মায়ের নাম ইসমোতারা বেগম। পরে তদন্ত কর্মকর্তা তার বাড়িতে গেলে বাবা-মাও ছবি দেখে সুজনকে শনাক্ত করেন। তবে তারা তার সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে রাজি হননি। জুয়েল মিয়া জানান, সুজন মাসুম খানের এসএসসি, এইচএসসি ও অনার্সের সার্টিফিকেট ও অন্যান্য কাগজপত্র ব্যবহার করে চাকরি করেছেন।

তদন্ত কর্মকর্তা বলেন, পরে মাসুম খান জানান, একসময় তারা রংপুর সদরে একটি মেসে থাকতেন। এ সময় তার অগোচরে তার সার্টিফিকেটসহ সব কাগজপত্রের ফটোকপি নিয়ে ঢাকায় এসে হয়তো চাকরি করছে সুজন। তদন্ত কর্মকর্তা বলেন, তদন্তে আমরা জানতে পারি পপুলারে জিম্মাদার হওয়া সুবিন ইসলামের পরিচয়ও ভুয়া। এ নামে সুজনের কোনো বড় ভাই নেই।

শনিবার বিকালে মাসুম খানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি যুগান্তরের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত কথা বলতে চাননি। তিনি দাবি করেন, একসঙ্গে থাকার সুবাদে তার সার্টিফিকেট, কাগজপত্র ফটোকপি করে নিয়েছেন সুজন। সুজন তার বন্ধু হলেও তদন্তসংশ্লিষ্টদের কাছে তিনি তার পরিচয় গোপন করেন কেন,

এ প্রশ্ন এড়িয়ে মাসুম খান বলেন, আমি এখন মসজিদে নামাজে ঢুকব, আপনাদের সঙ্গে কথা বলতে পারব না। তিনি বলেন, সুজনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে, তা ঠিক নয়। সে ঢাকায় গেছে, বিষয়টি আপস করতে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে, মাসুম খান ছদ্মবেশী মোহাম্মদ সুজন যুগান্তরকে বলেন, তিনি বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন। অন্যের সার্টিফিকেট দিয়ে চাকরি করলেন কেন এবং তার প্রকৃত শিক্ষাগত যোগ্যতা কতটুকু সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান সুজন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে পিবিআই ঢাকা মেট্রো উত্তরের বিশেষ পুলিশ সুপার জাহাঙ্গীর আলম যুগান্তরকে বলেন, মোহাম্মদ সুজন মাসুম খান ছদ্মনামে অন্যের সার্টিফিকেট ও কাগজপত্র দিয়ে শুধু পপুলার ফার্মাসিউটিক্যালেই নয়, আরও বিভিন্ন কোম্পানিতে চাকরি করেছে।

সে ২০১২ সালে ১৭ ডিসেম্বর অপসোনিনে মেডিকেল প্রমোশন অফিসার পদে চাকরি করেছে বলে আমরা তথ্য পেয়েছি। তিনি জানান, সিআর মামলা হওয়ায় আমরা আসামিকে গ্রেফতার করিনি। এ বিষয়ে আদালতে প্রতিবেদন দাখিল করব।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ