সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি।। বঙ্গবন্ধু সেতু পশ্চিমে গাড়ির চাপ থাকলেও যানজট নেই
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের বাড়তি চাপ থাকলেও কোনো যানজট নেই। তবে মহাসড়কটির অন্তত তিনটি স্পটে ধীরগতিতে চলছে যানবাহন।
মহাসড়কের এই অংশে ঈদে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে চলাচল করছেন। গত ঈদের তুলনায় এবারের ঈদুল আজহায় রাস্তায় মোটরসাইকেল কম দেখা গেছে।
আজ শুক্রবার (৮ জুলাই) সকালে মহাসড়ক ঘুরে এই চিত্র দেখা গেছে। সড়কে যানবাহনের চাপ আছে। বাস, ট্রাক কিংবা পিকআপ ভ্যানে প্রচুর যাত্রী। যানবাহনে উঠতে উত্তর ও দক্ষিনাঞ্চলমুখী যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
তবে পুরনো নলকা সেতুর পাশেই নবনির্মিত নলকা সেতুর দুইটি লেনই খুলে দেওয়ায় উত্তরের ২২ জেলার এবারের ঈদ যাত্রা যথেষ্ট স্বস্তির হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বরাবরের মতো পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, প্রাইভেটকার, পিকআপভ্যানে বাড়ি ফিরছে মানুষ। ঘরমুখো যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে।
সিরাজগঞ্জ ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক বলেন, মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকলেও কোথাও কোনো যানজট নেই। তবে গভীর রাতে মহাসড়কের ঝাঐল এলাকায় একটি প্রাইভেটকার দুর্ঘটনা কবলিত হওয়ায় ভোর রাতের দিকে কিছুটা ধীরগতি তৈরি হয়েছিল।
তিনি বলেন, ঈদে ঘরফেরা মানুষের যাত্রা সুন্দর ও নিরাপদ করতে ইতিমধ্যেই জেলা ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশ মিলিয়ে ৫৬৭ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে মোবাইল টিম। ঈদুল ফিতরের মতই এবারো যান চলাচল স্বাভাবিক রাখতে ও ঈদে মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রাফিক বিভাগ সচেষ্ট রয়েছে।
সিরাজগঞ্জের কামারখন্দ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিনুল কবির জানান, উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২টি জেলার যানবাহন চলাচল করে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক হয়ে।
ঈদের ছুটি হওয়ায় পরিবারের সাথে ঈদ উদযাপনে বাড়ি ফিরছে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ। ফলে যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কটিতে। অতিরিক্ত চাপের ফলে সয়দাবাদ, ঝাঐল ও পাচলিয়া এলাকায় কিছুটা ধীরগতি সৃষ্টি হচ্ছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে ২২ কিলোমিটার মহাসড়কে দায়িত্ব পালন করছে প্রায় ৬০০ পুলিশ সদস্য।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল