শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১২:৫১ অপরাহ্ন

ফ্যাশন দুনিয়ায় আসলো নতুন করে স্যান্ডউইচ জুতা!

রাব্বি মল্লিক / ১৭৬ বার
আপডেট : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

বর্তমানে ফ্যাশনের দুনিয়ায় নতুন চমক স্যান্ডউইচ জুতা। এটি স্যান্ডউইচের আদলে তৈরি। জুতাটির নাম হলো ‘ডেলি স্যান্ডউইচ প্লাটফর্ম স্নিকার্স’। জুতাটি তৈরি হয় ভেগান লেদার দিয়ে। এছাড়া আছে স্যান্ডউইচের রুটির জায়গা থেকে থ্রিডি কায়দায় তৈরি লেটুস, চিজও।

নেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়েছে এই বাহারি জুতাটি। সম্প্রতি স্যান্ডউইচ জুতা নিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছে ‘ডলস কি’ সংস্থা। সেই পোস্টের কমেন্টে ফ্যাশন অনুরাগীদের নানা প্রতিক্রিয়া দেখা যায়।

অনেকের মতে, এই স্নিকার হলো ২০২২ সালের নতুন ট্রেন্ড। আবার অনেকে বলছেন, এই জুতা তাদের কাজের জন্য পারফেক্ট।

তবে আপনার আশপাশের কোনো দোকানেই এই জুতা জোড়া পাওয়া যাবে না। এটি পাওয়া যাবে ডলস কি-এর ওয়েবসাইটে। জুতাটির ভারতীয় মূল্য ৮ হাজার ৫০০ টাকা। সে হিসাবে বাংলাদেশে এর মূল্য প্রায় ১০ হাজার টাকা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ