বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৩:৫৩ অপরাহ্ন

ফেসবুক পোস্টের জেরে হা”ম”লা, ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শন করলেন মাশরাফী

প্রতিনিধির নাম / ২৪৮ বার
আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২

ছবি সংগ্রহীত
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়ায় এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ তুলে সেখানকার মন্দির ও হিন্দু পরিবারের কয়েকটি বাড়ি ও দোকান ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর ও মন্দির পরিদর্শন করেছেন স্থানীয় এমপি মাশরাফি বিন মর্তুজা।

শনিবার (১৬ জুলাই) বিকেলে মাশরাফি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে দেখা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২০ হাজার করে টাকা দেন। এসময় তার সাথে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায় ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

জানা গেছে, ফেসবুকে দেয়া একটি পোস্টকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজের পর পোস্টদাতার বাবার দোকানে হামলা হয়। এসময় বন্ধ করে দেয়া হয় বাজারের অন্যান্য দোকানপাটও। বিকেলের দিকে পোস্টদাতার বাড়িতে অগ্নি সংযোগ ও আশপাশের কয়েকটি বাড়িতে ভাঙচুর হয়। একপর্যায়ে হামলা চালানো হয় স্থানীয় মন্দিরে। এসময় পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এই মুহূর্তে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ ও র‍্যাব মোতায়েন রয়েছে। তারা সেখানে শৃঙ্খলারক্ষার জন্য সার্বক্ষণিক নজরদারি করছে।

আরও পড়ুন ??
৮ জেলায় একদিনে সড়ক দু”র্ঘটনায় নি”হত ২৫ বিস্তারিত দেখুন
আট জেলায় শনিবার সকাল থেকে ২৫ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে টাঙ্গাইলে সাতজন, বগুড়ায় চারজন, সিরাজগঞ্জে চারজন, ব্রাহ্মণবাড়িয়ায় দুজন, ময়মনসিংহে তিনজন, ঝিনাইদহে একজন, হবিগঞ্জে তিনজন ও রাজশাহী একজন।

মির্জাপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। শনিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুল্যা মনসুর এলাকায় থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। একইদিন দুপুরে মহাসড়কের জামুর্কী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় ছেলে-মেয়েসহ মায়ের মৃত্যু হয়েছে।

বগুড়া
জেলার কাহালুতে পিকআপের ধাক্কায় প্রাইভেটকারের চার যাত্রী নিহত হয়েছেন। সকালে উপজেলার দরগাহহাট এলাকার সজল ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজগঞ্জ
দুপুরে তাড়াশ উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকোলা বাজার এলাকায় ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০ জন। হাটিকুমরুল হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া
মাইক্রোবাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন। দুপুর ১২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উজানিসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দ্র বসু এর সত্যতা নিশ্চিত করে জানান।

ময়মনসিংহ
ত্রিশালে ট্রাকচাপায় স্বামী-অন্তঃসত্ত্বা স্ত্রী-সন্তানসহ তিনজন নিহত হয়েছেন। দুপুর আড়াইটার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের খান ডায়াগনস্টিক সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।

ঝিনাইদহ
কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় লোকমান হোসেন (৮০) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অন্তত ছয়জন। সকাল ৭টার দিকে ঝিনাইদহ-যশোর আঞ্চলিক মহাসড়কের বারোবাজার পিরোজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লোকমান উপজেলার খোসালপুর গ্রামের মৃত রুস্তম বিশ্বাসের ছেলে।

হবিগঞ্জ
নবীগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের রোস্তমপুর টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

রাজশাহী
জেলার মোহনপুরে বাসচাপায় জুয়েল হোসেন (৩১) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাঁকোয়া গ্রামের রাজশাহী-নওগাঁ মহাসড়কের টার্নিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে
সূত্র জাগো নিউজ

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ