বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:৫৪ অপরাহ্ন

ফের এক অভিনেত্রীর ঝু’লন্ত ম’রদেহ উ’দ্ধার

প্রতিনিধির নাম / ১০১ বার
আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক।। ফের এক অভিনেত্রীর ঝু’লন্ত ম’রদেহ উ’দ্ধার

গেল তিন মাসে ভারতের ছয় জন মডেল ও অভিনেত্রী রহস্যজনক মৃ’ত্যু ঘটেছে। এবার সেই তালিকায় নাম উঠল কলকাতার উঠতি অভিনেত্রী পূজা সরকারের। নিজের ঘর থেকে ঝু’লন্ত ম’রদেহ উ’দ্ধার করা হয়েছে তার।

গতকাল শনিবার (১৬ জুলাই) বাঁশদ্রোণী থানার উল্টো দিকের একটি বহুতল ভবন থেকে পুলিশ পূজার মরদেহ উদ্ধার করে। এসময় তার গলায় গামছা প্যাচানো ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, পূজার বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। গোবরডাঙা হিন্দু কলেজের ছাত্রী তিনি। কয়েকমাস আগে এই অভিনেত্রী বাঁশদ্রোণীতে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকা শুরু করেন।

তার এক ঘনিষ্ঠ ছেলে বন্ধুও থাকতেন তার সঙ্গে। স্থানীয়রা জানায়, মাঝে মাঝেই দুজনের মধ্যে ঝগড়া হতো। উচ্চস্বরে বাকবতিন্ডা করতেন তারা।

ইতোমধ্যেই ভারতীয় পুলিশ এই মৃত্যুর রহস্য উদঘাটন করতে নেমে পড়েছে। পূজা আত্মহত্যা করেছেন নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে— জানতে তারা গ্রেফতার করেছে তার ছেলে বন্ধুকে।

গ্রে’ফতারকৃত তরুণ পুলিশকে জানিয়েছেন, শনিবার (১৬ জুলাই) রাতে ওই ফ্ল্যাটেই ছিলেন তিনি। কিন্তু এই ঘটনার আঁচ পাননি। তবে কথাটি বিশ্বাসযোগ্য মনে হয়নি পুলিশের। বর্তমানে পুজার মরদেহ পাঠানো হয়েছে ম’য়না ত’দন্তের জন্য।

এই ওয়েবসাইটের কো

ন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ