বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৭:৫৫ অপরাহ্ন

ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদলেন বর্ষা

প্রতিনিধির নাম / ৮৫ বার
আপডেট : বুধবার, ১৩ জুলাই, ২০২২

দীর্ঘ বিরতি দিয়ে বড় পর্দায় ফিরেছেন আট বছর পর। নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন চিত্রনায়িকা বর্ষা। বরাবরের মতোই এবারও তার সঙ্গী চিত্রনায়ক অনন্ত জলিল। ঈদের দিন (১০ জুলাই) দেশের ১১৫টি হলে মুক্তি পেয়েছে তাদের অভিনীত ‘দিন দ্য ডে’।

বর্তমানে সিনেমাটি নিয়ে চলছে নানা রকম প্রচারণা। তবে অনেকে সমালোচনা করছেন। কিন্তু তাতে কিই বা যায় আসে। নিজেদের ফেসবুক লাইভে এসে সমালোচকদের জবাবও দিয়েছেন।
তবে এর আগে মঙ্গলবার ১২ জুলাই সন্ধ্যায় রাজধানীর মধুমিতা সিনেমা হল পরিদর্শনে গিয়েছিলেন অনন্ত-বর্ষা। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

কান্নারত কণ্ঠে বর্ষা বলেন, ‘আসলে একটা বিষয় খুব দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে। কারও নেতিবাচক কথায় কান দেবেন না। তারা কারা, তা আমি জানি না। তবে নেগেটিভ কিছু কথাবার্তা তারা ইচ্ছাকৃতভাবে প্রচার করার চেষ্টা করে যাচ্ছে। এটা আসলে কোনোভাবেই কাম্য নয়।

তিনি আরও বলেন, আমাদের সিনেমা বাদ দিয়ে ব্যক্তিগত স্বার্থে ডাউন করা চেষ্টা করছে। আসলে আমি খুব কষ্টই পেলাম এ বিষয়টি নিয়ে। আজ যদি আমরা চলচ্চিত্র না করি, তাহলে আমাদের কিছুই যাবে আসবে না। আমি আর অনন্ত সেই চেষ্টা করছি আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে। আমি জানি না মানুষ কেন মিথ্যা কথা বলে এসব খবর রটাচ্ছে। এটা হতে পারে না।

এর পরপরই বর্ষা কান্নারত কণ্ঠে আরও বলেন, ‘অনেকেই বলছে, আমরা গার্মেন্টস কর্মী এনে সিনেমা দেখাচ্ছি। কীভাবে সম্ভব, মানুষ বাড়ি গিয়েছে ঈদ করার জন্য। কীভাবে লোক পাব এখন, এটা কি হতে পারে। আমাদের হাতে আরও সিনেমা আছে। কিন্তু এরপর আর সিনেমায় অভিনয় নাও করতে পারি।’

প্রসঙ্গত, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন দ্য ডে’। এই সিনেমার বাংলাদেশের অংশের প্রযোজক অনন্ত জলিল। অর্থাৎ বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে, তিনি সেই অংশটুকুতেই লগ্নি করেছেন। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছে ইরানি প্রযোজক। সিনেমাটি পরিচালনা করেছেন ইরানের মুর্তজা অতাশ জমজম।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ