আজ শুক্রবার অনুষ্ঠিত হল শিল্পী সমিতির নির্বাচন। সারাদিনই উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। যেদিন সব অভিনয় শিল্পীরা নির্বাচনের উৎসবে মেতেছেন সেদিন নিজের জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদটি পেলেন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ।
মা হারালেন জনপ্রিয় এ অভিনয়শিল্পী। শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফারুক আহমেদের মা রাজিয়া খানম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ বিকালে ফারুক আহমেদ তার ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে মায়ের মৃত্যু খবর জানান। সবার কাছে দোয়া চেয়ে এ অভিনেতা লিখেন—‘আজ সকালে আমার মা চিরদিনের জন্য চলে গেলো। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন।’
এ বিষয়ে বিস্তারিত জানতে ফারুক আহমেদের মুঠোফোনে কল করলে ফোন রিসিভ করেননি তিনি।
এদিকে ফারুক আহমেদের ভক্ত ও সহকর্মীরা মন্তব্য করে সমবেদনা প্রকাশ করছেন। অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেন, ‘সমবেদনা জানাই।’
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অনেক নাটকে ফারুক আহমেদের সঙ্গে কাজ করেছেন স্বাধীন খসরু। তিনি লিখেন, ‘ভাই খুবই মর্মাহত, শোকাহত।’ অভিনেত্রী রুনা খান লিখেন, ‘আমার গভীর সমবেদনা…। মায়ের আত্মার শান্তি কামনা করছি।’
তা ছাড়াও মঞ্চকুসুম শিমুল ইউসুফ, পরিচালক রেদওয়ান রনি, বর্ণ নাথ, চিত্রনায়িকা পূর্ণিমা, কাজী নওশাবা, আনিকা কবীর শখসহ অনেকে সমবেদনা জানিয়েছেন।