শনিবার, ০৩ জুন ২০২৩, ০২:০৪ অপরাহ্ন

প্রোটিয়াদের হারিয়ে ১৮ বছরের আক্ষেপ ঘুচালো নিউজিল্যান্ড!

রাব্বি মল্লিক / ৬৮ বার
আপডেট : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

তৃতীয় দিনে মাত্র একটি সেশন লাগলো নিউজিল্যান্ডের। জয়ের মঞ্চ তৈরিই ছিল। দক্ষিণ আফ্রিকা কতটা লড়াই করতে পারে, সেটাই ছিল দেখার। সেই লড়াইটুকুও করতে পারলো না প্রোটিয়ারা।

ক্রাইস্টচার্চ টেস্টে এক ইনিংস এবং ২৭৬ রানের বড় জয় তুলে নিলো নিউজিল্যান্ড। ১৮ বছরে এটিই প্রোটিয়াদের বিপক্ষে প্রথম জয় কিউইদের।

টিম সাউদি ৩৫ রান দিয়ে নিলেন ৫ উইকেট। তাতেই দ্বিতীয় ইনিংসে ১১১ রানে গুটিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা। হ্যাগলি ওভালে তৃতীয় দিনে মাত্র ৩২ ওভার টিকতে পারলো সফরকারীরা।

৩ উইকেটে ৩৪ রান নিয়ে দিন শুরু করেছিল প্রোটিয়ারা। প্রথম ইনিংসে মাত্র ৯৫ রানে গুটিয়ে যাওয়া দলটি পিছিয়ে ছিল ৩৫৩ রানে। নিউজিল্যান্ডের মাত্র একবারই ব্যাট করতে হয়েছে। হেনরি নিকোলসের ১০৫ আর টম ব্লান্ডেলের ৯৬ রানে ভর করে ৪৮২ রানে অলআউট হয় স্বাগতিকরা।

ম্যাচসেরা হয়েছেন ম্যাট হেনরি। প্রথম ইনিংসে মাত্র ২৩ রানে ৭ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও এগার নম্বরে নেমে ৫৮ রানের ইনিংস খেলেছিলেন কিউই এই পেসার। দ্বিতীয় ইনিংসে ৩২ রানে নিয়েছেন ২ উইকেট। সবমিলিয়ে তার ম্যাচ ফিগার ৯/৫৫।

এই জয়টা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৫ টেস্টে মাত্র পঞ্চম নিউজিল্যান্ডের। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে শুক্রবার হ্যাগলি ওভালে।

ইনিংস হারের লজ্জায় পড়া দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার ম্যাচ শেষে বলেন, ‘আমরা টেস্ট ক্রিকেটের তিন ডিপার্টমেন্টেই সামর্থ্যের প্রমাণ দিতে পারিনি। সত্যি করে বলতে আমরা মৌলিক বিষয়গুলোই ঠিকঠাকভাবে প্রয়োগ করতে পারিনি।’

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ