বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৭:২২ অপরাহ্ন

প্রেম করায় মেয়েকে অন্যত্র বিয়ে, বরের আগে পু’লিশ হা’জির

প্রতিনিধির নাম / ৯৯ বার
আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি।। প্রেম করায় মেয়েকে অন্যত্র বিয়ে, বরের আগে পু’লিশ হা’জির

বরের বয়স ২৭, আর কনের ১৫। এক ছেলের সঙ্গে মেয়ের প্রেমের সম্পর্ক থাকায় পরিবার অন্যত্র বিয়ের আয়োজন করে। কিন্তু বিধিবাম! বিয়েতে পুলিশি বাধা। কনের বয়স আঠারোর কম হওয়ায় বরের আগে কনের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেয় পুলিশ।

ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরস্থ বিশ্বাস টোলা মহল্লার। বৃহস্পতিবার (৭ জুলাই) রাতে রবিউল নামের এক ছেলের সাথে বিয়ের আয়োজন করেছিল মেয়ের বাবা হুমায়ুন কবির (টুটুল)।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন, মেয়েটির একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তাতে পরিবার রাজি ছিল না।

এজন্য অন্যখানে বিয়ে দিলে আর কারও সঙ্গে মিশবে না- এমন ধারণা থেকেই বিয়ের আয়োজন করা হয়েছিল।

তিনি বলেন, ছেলেপক্ষ কনের বাড়িতে আসার আগেই আমরা হাজির হয়। মেয়েটার বয়স কেবল ১৫ বছর, বরের প্রায় ২৭। তবে মেয়ের বাবা কথা দিয়েছেন, তিনি বাল্যবিয়ে দেবেন না।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ