জ্যেষ্ঠ প্রতিবেদক, নরসিংদী জার্নাল।। প্রে’মিকের বাড়িতে প্রে’মিকাকে পি’টিয়ে প্রানহানির অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রেমিকের বাড়িতে রোকসানা নামে এক তরুণীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনা প্রধান আসামি মনির হোসেন ও তার ছোট ভাই আমির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২২ জুলাই) রাতে মুন্সিগঞ্জের গজারিয়া থানার ভবেরচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আজ শনিবার (২৩ জুলাই) সিদ্ধিরগঞ্জে সংবাদ সম্মেলনে র্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, গ্রে’ফতারকৃতরা হত্যার দায় স্বীকার করেছেন।
মা’মলার এজাহারে জানা যায়, সাত বছর আগে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর, সাদিপুর ইউনিয়নের বাইশটেকি গ্রামের মনির হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান রোকসানা বেগম। বিষয়টি জানাজানি হলে গত ১৮ জুলাই প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবি তোলেন তিনি।
এ সময় মনিরের পরিবারের লোকজন তাকে মারধর ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’ত্যু হয়। এ ঘটনায় নিহতের ছোট ভাই এনামুল হক বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা করেন।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল