রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:২৮ অপরাহ্ন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত প্রকাশ!

রাব্বি মল্লিক / ২৩৪ বার
আপডেট : সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

দ্বিতীয় শ্রেণির সকল কর্মকর্তাদের বিভাগীয় মামলা রুজু ও পরিচালনার বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগে এই ক্ষমতাটি মন্ত্রণালয়ে থাকলেও এখন থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হাতে ন্যস্ত করেছে।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তদন্ত ও শৃঙ্খলা শাখা এ আদেশ দিয়েছে। এতে স্বাক্ষর করেন উপসচিব ফারহানা হক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাঠ পর্যায়ের দ্বিতীয় শ্রেণির সকল (নন ক্যাডার) কর্মকর্তাদের বিভাগীয় মামলা সংক্রান্ত বিষয়াদি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ অবস্থায় উক্ত সিদ্ধান্ত মোতাবেক দ্বিতীয় শ্রেণির সকল (নন ক্যাডার) কর্মকর্তাদের বিভাগীয় মামলা বুজু/ পরিচালনার দায়িত্ব মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর নিকট নির্দেশক্রমে অর্পণ এবং একইসাথে এ মন্ত্রণালয়ের ২৪ ডিসেম্বর ২০১৮ তারিখের স্মারক পত্রটি প্রত্যাহার করা হলো।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ