শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১২:৩৯ অপরাহ্ন

প্রাইভেটকারে বাসের ধাক্কা, উদ্ধারকারীদের চাপা দিল আরেক বাস

মাদারীপুর প্রতিনিধি: / ১৮২ বার
আপডেট : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
প্রাইভেটকারে_বাসের_ধাক্কা,_উদ্ধারকারীদের_চাপা_দিল_আরেক_বাস

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের হাজী শরিয়তউল্লাহ সেতু সংলগ্ন সড়কে বাসের ধাক্কায় প্রাইভেটকার থেকে আহতদের উদ্ধারের সময় উদ্ধারকারীদের চাপা দিয়েছে আরেকটি বাস। এ ঘটনায় নি’হত হয়েছেন ৪ জন ও আহত হয়েছেন পাঁচ জন।

শনিবার রাত ৮টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের শিবচরের বাঁচামারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের শিবচরের পাচ্চর এলাকার রয়েল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নি’হতরা হলেন মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া এলাকার মো. খলিল মাতুব্বর (৫৮), শিবচরের বাঁচামারা এলাকার মোস্তফা শিকদার(৫৮), একই এলাকার রোকেয়া বেগম (৪০) ও মো. লিটু মিয়া।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, মাইক্রোবাসটি বাংলাবাজার ফেরীঘাটের দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে আসা একটি বাস ভাঙ্গার দিকে যাওয়ার সময় দ্রুতগামী প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।

এসময় দুর্ঘটনায় পড়া প্রাইভেটকার থেকে যাত্রীদের উদ্ধারের সময় আরেকটি বাস এসে উদ্ধারকারীদের চাপা দেয়। ঘটনাস্থলেই স্থানীয় তিনজন নি’হত হন। এছাড়া প্রাইভেটকারের এক যাত্রী নি’হত হন।

ওসি শাখাওয়াত আরও জানান, ঘটনাস্থলে শিবচর থানা থেকে পুলিশের একটি দল যায়। তারা নি’হত’দের লা’শ উদ্ধার করে ময়’নাত’দ’ন্তের জন্য ফরিদপুর সদর হাসপাতালের ম’র্গে পাঠিয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ