শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ন

প্রশংসায় ভাসছেন রাজ ও মিম

প্রতিনিধির নাম / ১০২ বার
আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২

প্রশংসায় ভাসছেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের নিয়ে ছবিপ্রেমীরা আলোচনায় মেতেছেন। দর্শকদের কাছ থেকে পাওয়া ইতিবাচক সব মন্তব্যে তাঁরাও বেশ চাঙা। গত ঈদে মুক্তি পাওয়া পরাণ ছবিটি যাঁরাই দেখেছেন, তাঁরাই এই দুই তারকার প্রশংসা করছেন। সবারই বক্তব্য, এই ছবিতে অন্য এক মিমকে দেখেছেন তাঁরা। কেউ কেউ তো তাঁর অভিনয়কে ‘অবিশ্বাস্য ও অসাধারণ’ বলেও অভিহিত করেছেন।

আর শরীফুল রাজকে নিয়ে মন্তব্য এ রকম—ট্রেলার দেখেই বোঝা গিয়েছিল, তিনি ফাটিয়ে দেবেন। তবে এতটা ফাটাফাটি অভিনয় করবেন, তা ভাবনায় ছিল না। বেশির ভাগ সিনেমাপ্রেমীর মত, শরীফুল রাজ যে ঢালিউডের উজ্জ্বল তারকা হতে যাচ্ছেন, তারই ইঙ্গিত দিয়ে গেলেন এই ছবিতে।

মিম ও রাজ দুজনই এবারই প্রথম কোনো ছবিতে একসঙ্গে অভিনয় করলেন। ‘পরাণ’ তাঁদের জীবনের অন্যতম সুখকর অনুভূতি হয়ে থাকবে বলেও জানালেন এই দুই তারকা। ছবিটি নিয়ে প্রশংসায় ভাসতে থাকা মিমের বিনোদন অঙ্গনের শুরুটা হয়েছিল আজ থেকে ১৫ বছর আগে, ২০০৭ সালে। অন্যদিকে শরীফুল রাজের শুরু ২০১০ সালে, বিজ্ঞাপনচিত্রের ‘সাইড আটির্স্ট’ হিসেবে। এরপর র‌্যাম্প মডেলিংও করেন। ‘পরাণ’-এর আগে রাজের চারটি ছবি মুক্তি পায়।

২০১৬ সালে শরীফুল রাজ অভিনীত প্রথম ছবি ‘আইসক্রিম’ মুক্তি পায়। এই ছবির কাজ করতে গিয়েই চলচ্চিত্রের প্রেমে পড়েন তিনি। সিদ্ধান্ত নেন, চলচ্চিত্রকে আঁকড়ে ধরেই এগিয়ে যাবেন। রাজের প্রচেষ্টা বিফলে যায়নি। প্রথম ছবি মুক্তির ছয় বছরের মাথায় সবচেয়ে বড় সাফল্য পেলেন ‘পরাণ’ দিয়ে। ঈদে মুক্তি পাওয়া তিনটি ছবি যাঁরা দেখছেন, বেশির ভাগই শরীফুল রাজকে নিয়ে কোনো তুলনায় যেতে চাননি। তাঁদের কথা একটাই—রাজ অসাধারণ। রাজও বলেন, ‘সিনেমাটাই করতে চাই। ‘আইসক্রিম’ ছবিতে কাজ করার পর সিনেমাই আমার একমাত্র লক্ষ্য হয়ে গেছে। একেই আঁকড়ে ধরে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

ছোটবেলা থেকেই নাচ করছেন বিদ্যা সিনহা মিম। স্বপ্ন দেখতেন, বড় হয়ে বিনোদন অঙ্গনে নিজেকে মেলে ধরবেন। সেই স্বপ্ন থেকেই নাম লেখান লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায়। ২০০৭ সালে সেই আসরে হন চ্যাম্পিয়ন। এরপর বড় পর্দায় অভিষেক হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ দিয়ে। সময়ের হিসাবে পেরিয়েছে দেড় দশক। টেলিভিশন নাটক ও মডেলিং বাদে মিম অভিনীত চলচ্চিত্রের সংখ্যাও ছাড়িয়েছে ২০টি। ২০১৪ সালে ‘জোনাকির আলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য যুগ্মভাবে পেয়েছিলেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারও।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ