বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৬:০৩ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যুক্তরাজ্য আ.লীগের ২৫ লাখ টাকা অনুদান

প্রতিনিধির নাম / ৭৩ বার
আপডেট : শুক্রবার, ২২ জুলাই, ২০২২

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যুক্তরাজ্য আ.লীগের ২৫ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে যুক্তরাজ্য আ.লীগের ২৫ লাখ টাকা অনুদান সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে ২১ হাজার পাউন্ড অনুদান দিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২৫ লাখ টাকা। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ জুলাই) যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার সাইদা মুনা তাসনিমের কাছে আনুষ্ঠানিকভাবে অনুদানের চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমদ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী, জনসংযোগ বিষয়ক সম্পাদক রবিন পাল। বন্যা দুর্গতদের সাহায্যার্থে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেওয়ায় আওয়ামী লীগসহ দলটির অঙ্গ সংগঠনগুলোকে ধন্যবাদ জানান হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। চেক হস্তান্তরকালে আওয়ামী লীগের নেতারা বলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ মহান মুক্তিযুদ্ধের সময় এবং পরবর্তীকালে যেকোনো দুর্যোগে সাহায্যের হাত বাড়িয়েছে। যখনই বাংলাদেশ কোনো দুর্যোগের সম্মুখীন হয়েছে, তখনই যুক্তরাজ্য আওয়ামী লীগ প্রবাসীদের নিয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। নেতারা আরও বলেন, আওয়ামী লীগ জনগণের কল্যাণে রাজনীতি করে। জনগণের দুর্দশায় সবার আগে এগিয়ে আসে বাংলাদেশ আওয়ামী লীগ

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ