বিশেষ দিন মানেই আরটিভি। ঈদকে কেন্দ্র করে জনপ্রিয় এই বেসরকারি চ্যানেলটিতে বরাবরই বর্ণাঢ্য আয়োজন থাকে। প্রতি বছরের মতো এবারও দর্শকের জন্য বিনোদনের নানা আয়োজন করেছে আরটিভি। এই ঈদে ৮ দিনব্যাপী দর্শকরা নাটক, সিনেমাসহ নানান রকম অনুষ্ঠান উপভোগ করতে পারবেন চ্যানেলটিতে।
ঈদের তৃতীয় দিন সন্ধ্যা ৭টায় আরটিভিতে প্রচার হয় জনপ্রিয় নাটক ‘যজম’। কচি খন্দকারের রচনায় এবারের পর্বটিও পরিচালনা করেছেন আজাদ। মোশাররফ করিম ছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন ফরিয়া শাহরিন, ফারুক আহমেদ, রুমি, শরাফ আহমেদ জীবন প্রমুখ।
বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত এই নাটকটি আরটিভিতে প্রচার হওয়ার পর ১২ জুলাই আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।
১৫তম এই পর্বের গল্পে দেখা যাবে, কালাম হঠাৎ নাপাইল গ্রামের আকাশে হেলিকপ্টার চক্কর দিতে শুরু করে। হাজার হাজার গ্রামবাসী হেলিকপ্টার দেখে উচ্ছ্বসিত। এই ভাবে হেলিকপ্টার চক্কর মারা আগে দেখেনি। পুরাটাই দেখতে হলে RTV এর ইউটিউবে দেখতে পারবেন। নতুন খবর প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী কুমিল্লায়
প্রেমের টানে মালয়েশিয়ার পেনাং শহর থেকে কুমিল্লার বরুড়া উপজেলার শিলমুড়ি ইউনিয়নের দীঘলগাঁও গ্রামে ছুটে এসেছেন মালয়েশিয়ার এক তরুণী। নূর আজিমা নামের তরুণী সোমবার (১১ জুলাই) বাংলাদেশে আসেন বলে জানা গেছে। বুধবার (১৩ জুলাই) সকালে শিলমুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসহাক এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, শিলমুড়ি ইউনিয়নের দীঘলগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম প্রায় ১০ বছর ধরে মালয়েশিয়ার পেনাং শহরে ব্যবসা করেন। ব্যবসার সুবাদে একই শহরের বাসিন্দা নূর আজিমার সঙ্গে পরিচয় হয় তার। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
তবে হঠাৎ করে সোমবার (১১ জুলাই) প্রেমিক সাইফুলের দীঘলগাঁও গ্রামের বাড়িতে ছুটে আসেন মালয়েশিয়ান তরুণী। পরে মঙ্গলবার (১২ জুলাই) সন্ধ্যায় ধর্মীয় রীতি অনুযায়ী উভয়ের সম্মতিতে বিয়ে হয় তাদের।
প্রেমিক সাইফুল বলেন, আজিমা খুব ভালো মনের। সে আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। তখন আমি তাকে বলি, বাংলাদেশে এসে আমার পরিবারের সঙ্গে কথা বলো। আমার বাবা-মা যদি চায় তবে আমি তোমাকে বিয়ে করতে পারব। সে আমার কথা মেনে নিয়ে বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেয়।