বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:৩৪ অপরাহ্ন

পৃথিবী থেকে বিদায় নিয়েছেন গুণী অভিনেত্রী শর্মিলী আহমেদ

প্রতিনিধির নাম / ৭৮ বার
আপডেট : শনিবার, ৯ জুলাই, ২০২২

ছবি সংগ্রহীত
পৃথিবী থেকে বিদায় নিয়েছেন গুণী অভিনেত্রী শর্মিলী আহমেদ। শুক্রবার (৮ জুলাই) সকালে নিজ বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। এ অভিনেত্রীর মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু লিখেছেন, ‘যাও বুবু, আমিও আসতেছি। দুই বোনের অনেক কথা জমে আছে।’ সঙ্গে শর্মিলী আহমেদের বেশ কিছু পুরোনো ছবি যুক্ত করেছেন।

ষাটের দশকের অন্যতম নায়িকা ছিলেন শর্মিলী আহমেদ। বয়সকে তুড়ি মেরে প্রায় পাঁচ দশক ধরে বিরতিহীন অভিনয় করেছেন তিনি। এ পর্যন্ত প্রায় ৪০০ নাটক ও ১৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন গুণী এ অভিনেত্রী।

মঞ্চ, টিভি ও চলচ্চিত্রে সাবলীল অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন শর্মিলী আহমেদ। নায়িকা পরবর্তী সময়ে মা, দাদি কিংবা ভাবির চরিত্রেও শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন তিনি।

শোবিজ অঙ্গনে সবার কাছে ‘মা’ হিসেবেই পরিচিত ছিলেন। সবাই তাকে ‘শর্মিলী মা’ বলেই ডাকত। তার অনুপস্থিতি শোবিজ অঙ্গনের জন্য এক বিশাল ক্ষতি

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ