শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:০২ পূর্বাহ্ন

পুকুর থেকে কুমির উদ্ধার

রাজু ডিয়ান / ৮৯ বার
আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
পুকুর_থেকে_কুমির_উদ্ধার
পুকুর থেকে কুমির উদ্ধার

নিউজ ডেস্ত, নরসিংদী জার্নাল || পুকুর থেকে কুমির উদ্ধার

বাগেরহাটের রামপালে পুকুর থেকে একটি কুমির উদ্ধার করা হযেছে বলে জানা গেছে।
মঙ্গলবার ২৯ মার্চ সকালে রামপাল উপজেলার শ্রীরম্ভা এলাকার মোঃ ইস্রাফিল গাজীর বাড়ির পুকুর থেকে জাল টেনে কুমিরটি উদ্ধার করেন স্থানীয়রা।
স্থানীয়রা বলেন, সোমবার বিকেল থেকে স্থানীয় এক ব্যক্তির ৬টি হাঁস খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে ইস্রাফিল গাজীর পুকুরে হাঁসের পাখনা (পশম) ভাসতে দেখে এলাকার মানুষের সন্দেহ হয়। পরে জাল টেনে কুমিরটি ধরা হয়। কুমিরটি বর্তমানে ইস্রাফিল গাজীর বাড়িতে রয়েছে।
এই পুকুরটির সঙ্গে ভ্যাকটমারি খালের শাখা কৌচুর খালের সরাসরি সংযোগ রয়েছে। এসব খালে সরাসরি পশুর নদীর পানি প্রবেশ করে। ধারণা করা হয় যে, পশুর নদী থেকে জোয়ারের সময় কুমিরটি এই খাল দিয়ে পুকুরে প্রবেশ করেছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুমিরটিকে উদ্ধারের জন্য আমরা ঘটনাস্থলে পৌঁছাই। যেহেতু এটি একটি হিংস্র প্রাণী তাই সতর্কতার সঙ্গে গাড়িতে তুলতে হবে। তারপর দুপুর নাগাদ আমরা কুমিরটিকে সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে অবমুক্ত করব।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। রাজু ডিয়ান, নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ