বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:৩৭ পূর্বাহ্ন

পুকুরে বাসর ঘর বানালেন ওয়ার্কশপ মিস্ত্রি

শেরপুর জেলা প্রতিনিধি, নরসিংদী জার্নাল / ২১০ বার
আপডেট : শনিবার, ২৩ জুলাই, ২০২২
পুকুরে_বাসর_ঘর_বানালেন_ওয়ার্কশপ_মিস্ত্রি

শেরপুর জেলা প্রতিনিধি, নরসিংদী জার্নাল || পুকুরে বাসর ঘর বানালেন ওয়ার্কশপ মিস্ত্রি।

শেরপুরে পুকুরের ওপর বাসর ঘর বানিয়ে হা‌লিম মিয়া (২৫) নামে এক ওয়ার্কশপ মিস্ত্রি আলোড়ন সৃষ্টি করেছেন।

আজ শুক্রবার (২২ জুলাই) এমন ব্যতিক্রমী আয়োজন করা হয় সদ‌রের চর‌শেরপুর ইউনিয়নের সাতানীপাড়া এলাকায়। এ ঘটনার পর বি‌কে‌ল থে‌কে বাসর ঘর‌টি দেখ‌তে আশপাশের উৎসুক জনতা ভিড় শুরু ক‌রে।

জানা যায়, শেরপুর সদরের চরশেরপুর সাতানীপাড়ার আব্দুল হামিদের ছেলে হা‌লিম মিয়া। আব্দুল হা‌মি‌দের ৯ ছে‌লে-‌মে‌য়ের ম‌ধ্যে সবার ছোট হা‌লিম।

পুকুরে_বাসর_ঘর_বানালেন_ওয়ার্কশপ_মিস্ত্রি
এ বিষয়ে হা‌লিম মিয়া ব‌লেন, আমার বি‌য়ে ঠিক হওয়ার পর থে‌কে ইচ্ছা হয় ব্যতিক্রমী কিছু করার। সেই ইচ্ছা থে‌কে আমার নানা ও চাচা মি‌লে উদ্যোগ নেয় পুকুরের ওপরে বাসর ঘর তৈ‌রি করার।

প‌রে গত চার থেকে পাঁচ ‌দিন ধ‌রে তারা দুই জন মি‌লে আমা‌দের বা‌ড়ি‌র পাশে পুকু‌রের ওপর তৈরি ক‌রে এ বাসর ঘর। প‌রে আস্তে আস্তে আশপা‌শের মানুষজন বাসর ঘর‌টি দেখ‌তে আমার বাড়ি‌তে আস‌তে শুরু ক‌রে। আমার খুব ভা‌লো লাগ‌ছে, আমি অনেক উৎসাহ পা‌চ্ছি।

হালিমের চাচা রোকন সরকার ব‌লেন, আমার ভা‌তিজার খুব ইচ্ছা ছিল ব‌্যতিক্রমীভা‌বে বি‌য়ে করার। প‌রে বি‌য়ে ঠিক হলে আম‌রা পা‌রিবা‌রিকভা‌বে ক‌য়েকবার ব‌সে সিদ্ধান্ত নেই কি করা যায়। এক পর্যায়ে সিদ্ধান্ত হয় পা‌নির উপ‌রে বাসর ঘর বানানোর।

প‌রে আমাদের বা‌ড়ির পা‌শের একটি পুকু‌রের ওপর বাসর ঘর বানা‌নোর কাজ শুরু হয়। বানা‌নোর সময় অনেক মানুষ আজেবাজে কথা ব‌লে। কিন্তু সব কাজ শেষ হলে এ বাসর ঘর দেখ‌তে মানুষের ভিড় জমে যায়।

পাশের এলাকা থে‌কে বাসর ঘর দেখ‌তে আসা বজলুর রহমান ব‌লেন, এর আগে আমার জীবনে এমন বাসর ঘর দে‌খিনি। এক বন্ধুর মা‌ধ‌্যমে জান‌তে পে‌রে দেখ‌তে এসেছি, আস‌লেই ব‌্যতিক্রম।

চরশেরপুর ইউনিয়ন প‌রিষদের চেয়ারম‌্যান সে‌লিম রেজা ব‌লেন, আমার ইউনিয়নে এমন বি‌য়ে হওয়ায় মানু‌ষের মাঝে আলোড়ন সৃষ্টি হয়ে‌ছে। আমার জানা ম‌তে, পা‌নি‌তে এমন বাসর ঘর আগে দেখিনি। বিভিন্ন মানুষ দেখ‌তে আস‌ছে এ বি‌য়ে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। হিমেল/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ