বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:৫০ অপরাহ্ন

পাত্রপক্ষ ফটোগ্রাফার নিয়ে আসেনি, বিয়ে ভাঙলেন কনে

প্রতিনিধির নাম / ৯৯ বার
আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

পাত্রপক্ষ ফটোগ্রাফার নিয়ে আসেনি, বিয়ে ভাঙলেন কনে

পাত্রপক্ষ ফটোগ্রাফার নিয়ে না আসার কারণে বিয়ে ভাঙার ঘটনা ঘটেছে। ভারতের উত্তর প্রদেশে এমন অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন বিয়ের কনে।

পাত্রপক্ষ ফটোগ্রাফার সঙ্গে নিয়ে না আসায় বেজায় চটে যান কনে। একপর্যায়ে তিনি বিয়ের আসর ছেড়ে পাশের বাড়ি চলে যান।
শেষ পর্যন্ত তাকে আর বিয়ের আসরে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব হয়নি।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত সপ্তাহে কানপুরের দেহাত জেলায় মঙ্গলপুর থানার একটি গ্রামে ঘটনাটি ঘটেছে। ভোগনিপুরের এক যুবকের বিয়ে ঠিক হয়েছিল ওই গ্রামের তরুণীর সঙ্গে।

সামর্থ্যের সবটুকু দিয়ে সুন্দরভাবে ছাদনাতলা সাজিয়ে দিয়েছিলেন কনের কৃষক বাবা। বর এবং বরযাত্রীদের আপ্যায়নের সব ব্যবস্থাও করা হয়েছিল।

কিন্তু ছাদনাতলায় বর-কনে হাজির হওয়ার পরও মালাবদল হয়নি। বিয়ের আসর ছেড়েই চলে গেছেন কনে।

কারণ হিসেবে কনে জানিয়েছেন, বিয়ের সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখতে চান। কিন্তু কোনো ফটোগ্রাফার নিয়ে আসেনি পাত্রপক্ষ। জীবনের এত বিশেষ একটি দিনে কনে সাজের ছবি উঠবে না, বিষয়টি তিনি কোনোভাবেই মানতে চান না।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ