সোমবার, ০৫ জুন ২০২৩, ০৮:৩৬ অপরাহ্ন

পাটুরিয়া ঘাটে ফেরির ধাক্কায় ৩ নম্বর ঘাট ব’ন্ধ

প্রতিনিধির নাম / ৭৭ বার
আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

মানিকগ’ঞ্জ জেলা প্রতিনিধি।। পাটুরিয়া ঘাটে ফেরির ধাক্কায় ৩ নম্বর ঘাট ব’ন্ধ

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ফেরিঘাট এলাকার ৩ নম্বর ঘাট পন্টুনটি সাময়িক বন্ধ রয়েছে। ঘাটে রো রো শাহ জালাল ফেরি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে জোরে ধাক্কা দেওয়ায় পন্টুনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ কারণে পন্টুনটি দিয়ে যানবাহন পারাপার সাময়িক বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৮টা ৫০ মিনিটে এ বিষয়টি নিশ্চিত করেছেন ৩ নম্বর ঘাটের লস্কর মো. জাহাঙ্গীর আলম।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) অরিচা অফিসের উপ-মহাব্যবস্থাপক শাহ মুহাম্মদ খালিদ নেওয়াজ জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে পদ্মা নদীতে তীব্র স্রোতে ফেরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাটুরিয়া ৩ নম্বর ঘাটের পন্টুনে জোরে ধাক্কা মারে।

এতে পন্টুনের বরিং উঠে টানার তার ছিঁড়ে যায়। সে জন্য যানবাহন পারাপারে বন্ধ রাখা হয়েছে। বাকি ৪ ঘাট সচল রয়েছে।

উপ-মহাব্যবস্থাপক শাহ মুহাম্মদ খালিদ নেওয়াজ আরও জানান, আজ সকালে ঘাট এলাকায় যানবাহনের চাপ কম আছে। সেজন্য যাত্রী-চালকদের কোনো দুর্ভোগে পরতে হবে না।

১৮টি ফেরি দিয়ে যানবাহন পরাপার করা হচ্ছে। আজ দুপুরের মধ্য ঘাটটি চালু হয়ে যাবে। তখন আর কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি।

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ