ছবি সংগ্রহীত
শাহিন শাহ আফ্রিদি বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার। শুধু পাওয়ার প্লে বা নতুন বলের হিসাব কষলে হয়তো সবার সেরাই পাকিস্তানি বাঁহাতি এই পেসার।
গতকাল মঙ্গলবার নামের পাশে বাঁহাতি পেসার ছাড়াও আরেকটি উপাধি যোগ করতে পেরেছেন শহীদ আফ্রিদির মেয়ের জামাই। খাইবার পাখতুন পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিএসপি) এখন। যদিও পদবিটা সম্মানসূচক।
খাইবার পাখতুন অঞ্চলের পুলিশের শুভেচ্ছাদূত হিসেবে গতকাল শাহিন আফ্রিদিকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। এ উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
পুলিশের পোশাকে এই পেসারকে হাজির করা হয়েছে। ইন্সপেক্টর জেনারেল মোয়াজ্জাম জাহ আনসানি তাঁকে সম্মানসূচক ব্যাজ পরিয়ে দিয়েছেন।
পুলিশকে কুর্নিশ জানিয়ে শাহিন বলেছেন, তাঁর বাবা পুলিশের প্রতিনিধিত্ব করেছেন। তাঁর ভাইও এখন পুলিশে কাজ করছেন। একজন পুলিশের কাজ কত কঠিন, সেটা জানা আছে তাঁর
সূত্র প্রথম আলো