বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১২:৪৪ পূর্বাহ্ন

পরীমনিকে নিয়ে আলমগীরের যে প্রতিক্রিয়া!

রাব্বি মল্লিক, নরসিংদী খবর / ২৩৫ বার
আপডেট : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

পরীমনির দুর্দিনে শিল্পী সমিতির ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা আলমগীর। তিনি বলেন, ‘এই প্যানেলের আর একটা প্রার্থী আমাদের ছোটবোন পরীমনি।

কিছুদিন আগে তার কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেই সমস্যাটা কোর্টে চলে গিয়েছিল। কোর্টের বিচারের আগে অন্য কেউ কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তাহলে এই শিল্পী সমিতি কী করে পরীমনির সদস্যপদ স্থগিত করলো?’

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে এফডিসি প্রাঙ্গণ। এরই মধ্যে আলোচনায় আসে পরীমনির নাম। এ অভিনেত্রীর সঙ্গে শিল্পী সমিতি অন্যায় করেছে বলে দাবি করেন আলমগীর।

ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠানে তিনি আরো বলেন, ‘১৮৪ জন সদস্যকে নাকি আমরা বাদ দিয়েছি! কিন্তু উপদেষ্টা পরিষদের কি কাউকে বাদ দেওয়ার অধিকার আছে? এটা হলো কার্যনিবার্হী পরিষদের কাজ।’

আলমগীর মিশা-জায়েদ খান প্যানেলের প্রতি তীর ছুঁড়ে বলেন, ‘আমরা যখন ইন্টারভিউ নেই তখন একটি হাজিরা কাগজ হয়। সেখানে আমরা সই দিয়েছি। এখন সেই সইটাকে তারা টেম্পারিং করে বলছে- তাদের সই রেখেই আমরা বাদ দিয়েছি। মিথ্যার একটা সীমা থাকা দরকার।’

এবার নির্বাচনে পরীমনি কাঞ্চন-নিপূণ প্যানেল থেকে প্রার্থী হলেও শেষ মুহূর্তে তিনি নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে নেন। শারীরিক অসুস্থতা এর কারণ বলে সেসময় জানিয়েছিলেন এই অভিনেত্রী।

যদিও গত বছর নানা কারণে খবরের শিরোনাম হয়েছেন এই নায়িকা। এমনকি তার বিরুদ্ধে মামলা হয়েছে, জেলও খেটেছেন।

পরীমনিকে নিয়ে আলমগীর আরো বলেন, ‘তারা (মিশা-জায়েদ) বলেছে উজ্জ্বল ভাই, পারভেজ ভাই, ফারুক ভাই ও আমার সঙ্গে কথা বলেছে। মিথ্যে কথা। সে আমাদের সঙ্গে কোনো কথা বলেনি। যদি প্রমাণ দিতে পারে আমি ওই প্যানেলকে ভোট দেব।’

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ