শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৯ অপরাহ্ন

পরবর্তী আইসিসির চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলি!

স্পোর্টস ডেস্ক / ৮৮ বার
আপডেট : সোমবার, ৩০ মে, ২০২২

স্পোর্টস ডেস্ক || পরবর্তী আইসিসির চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলি!

সৌরভ গাঙ্গুলির ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে কার্যকাল শেষ হচ্ছে চলতি বছর সেপ্টেম্বর মাসে। বিসিসিআইয়ের সভাপতির পদ ছাড়ার পরে কি এবার তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসির চেয়ারম্যান হবেন সৌরভ গাঙ্গুলি? এখনকার চেয়ারম্যান জানিয়ে দিলেন, সৌরভ যদি লড়াইয়ে থাকেন, তার সমর্থন পাবেন।

সৌরভ গাঙ্গুলি নিজে অবশ্য এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি। যদিও আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে জানিয়েছেন, সৌরভের নাম যদি আইসিসির চেয়ারম্যান হিসাবে প্রস্তাব করা হয়, তা হলে তিনি সমর্থন জানাবেন।

আইসিসির চেয়ারম্যান হিসেবে আর ছয় মাস কার্যকাল রয়েছে বার্কলের। তার পরে নতুন চেয়ারম্যান মনোনয়ন হবে। সেখানে সৌরভ গাঙ্গুলির নাম প্রস্তাব করা হলে তিনি কী করবেন সেই প্রশ্ন করা হয় বার্কলেকে। জবাবে তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক খুব ভালো।

যদি আইসিসি বোর্ড মনে করে চেয়ারম্যান হিসাবে সৌরভই উপযুক্ত, তা হলে আমি ওকে সমর্থন জানাব।’ সেইসাথে বার্কলে আরো বলেন, ‘সৌরভ অবশ্য আমাকে জানায়নি যে ও আইসিসি চেয়ারম্যানের দৌড়ে থাকতে চায় কি না।’

বার্কলে কি নিজে দ্বিতীয়বারের জন্য আইসিসির চেয়ারম্যান পদে বসতে চান, এই প্রশ্নের জবাবে তিনি জানান, তার কোনো সমস্যা নেই। বার্কলে বলেন, ‘ নভেম্বর মাসে বৈঠকে বোর্ড সিদ্ধান্ত নেবে। বোর্ড আমার ওপর ভরসা দেখায় তা হলে আমার কোনো সমস্যা নেই।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। আশিকুল/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ