শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৫৯ অপরাহ্ন

পদ্মা সেতু উদ্বোধনে বিএনপিকে দাওয়াত দেয়া হবে, ইউনুসের ব্যাপারে সিদ্ধান্ত হয়নি

প্রতিনিধির নাম / ১২২ বার
আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

ছবি সংগ্রহীত
পদ্মা সেতু উদ্বোধনের দিন দল হিসেবে বিএনপিকে দাওয়াত দেয়া হবে। তবে ড. ইউনুসকে আমন্ত্রণ জানানো হবে কিনা, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। একথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের সম্পাদকমণ্ডলীর সাথে সহযোগী সংগঠনের যৌথ সভায় এমন মন্তব্য করেন তিনি। এসময় তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ঘোষণায় বিএনপির বুকে জ্বালা শুরু হয়েছে।

বিএনপি ছাত্রদলকে ব্যবহার করে বিশ্ববিদ্যালয়গুলোকে অশান্তের চেষ্টা করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যারা ৭৫ এর পুনরাবৃত্তির স্লোগান দেয়, তাদের বিরুদ্ধে ছাত্রলীগ চুপ করে বসে থাকবে না।

যারা শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয় তাদের পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ কাউকে রাজপথ ইজারা দেয়নি।

আরও পড়ুন ??

সরকারি সফরে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা
সরকারি সফরে ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার(৩১ মে) দুপুর ১২টা ১৭ মিনিটে হেলিকপ্টারযোগে প্রধানমন্ত্রী ও শেখ রেহানা ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় পৌঁছান।

সেখানে দলীয় নেতা-কর্মীরা তাদের স্বাগত জানান। পরে বেলা সাড়ে ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।
এ সফরে প্রধানমন্ত্রীর সাথে সফর সঙ্গী হিসেবে আছেন শেখ কবির হোসেন,

কাজী আকরাম উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব, এসএসএফ এর মহাপরিচালক, প্রধানমন্ত্রীর সামরিক সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-০১, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক কর্নেল তৌহিদা নওয়াজেশ রোজী,

প্রধানমন্ত্রীর এডিসি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ বি এম আব্দুল্লাহ, শাহানা ইয়াসমিন শম্পা, পিজিআর কমান্ডার, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১, প্রধানমন্ত্রীর সহকারী সামরিক সচিব, শেখ ফারহান নাসের, প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১, প্রধানমন্ত্রীর নার্সিং অফিসার, গণভবনের স্টুয়ার্ড ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত স্টাফসহ অন্যান্যরা।

বাদ জোহর বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রী যোগ দেবেন বলে জানা গেছে। তার আগমণ উপলক্ষে টুঙ্গিপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় ঢাকার উদ্দেশে হেলিকপ্টার যোগে প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া ত্যাগ করার কথা রয়েছে
সূত্র যমুনা টেলিভিশন

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ