ছবি সংগ্রহীত
পদ্মা সেতুতে মোটরসাইকেল পারাপার নিয়ে নতুন শর্ত আরোপের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শর্ত অনুযায়ী, সেতু দিয়ে মোটরসাইকেল বহন করা যাবে।
কিন্তু চলাচল বন্ধই থাকবে।
মঙ্গলবার (২৮ জুন) নতুন এ সিদ্ধান্তের কথা জানান বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন।
তিনি জানান, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকছে। তবে ট্রাক কিংবা পিক-আপ ভ্যানে করে পণ্য হিসেবে পরিবহনের সুযোগ রয়েছে।
আমরা এ ধরনের বাহনে মোটরসাইকেল ও তার মালিক বা চালককে সঙ্গে যেতে দিচ্ছি না। কারণ হিসেবে তিনি বলেন, এভাবে যেতে দিলে মালিক বা চালকরা মোটরসাইকেল নিয়ে সেতুতে নামার সুযোগ পাবে।
প্রসঙ্গত, শনিবার ২৫ জুন মাওয়া প্রান্তে ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঘোষণা অনুযায়ী পরের দিন ভোর ৬টা থেকে সব ধরনের যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। তবে ওই দিন রাত থেকেই পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে ভিড় করে বিপুলসংখ্যক গাড়ি।
আর রোবাবর (২৬ জুন) সেতুতে যান চলাচল শুরু হলে মোটরসাইকেল চালকরা নানা বিশৃঙ্খলা ও অনিয়মে জড়ান। পরে ওই দিন রাতেই সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়।
এছাড়া নিষেধাজ্ঞার পরও রাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের প্রাণহানি হয়েছে
আরও পড়ুনঃ ?
শাকিব খানের স্বপ্নপূরণ, পেলেন আমেরিকার গ্রিন কার্ড! শাকিব খান
অবশেষে প্রতীক্ষার অবসান হয়েছে চিত্রনায়ক শাকিব খানের। আমেরিকার গ্রিন কার্ড পেয়েছেন তিনি।
এই স্বপ্নপূরণ করতে দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে হয়েছে তাকে।
২০২১ সালের নভেম্বরের দেশ ছাড়েন ঢালিউডের এই শীর্ষ নায়ক।
আমেরিকার স্থায়ীভাবে বসবাসের সুযোগের জন্য নিয়ম মেনে সেখানে প্রায় ৮ মাস ধরে বসবাস করছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শাকিবের ঘনিষ্ঠজন।
তিনি জানান, নিয়ম অনুযায়ী শাকিব খান গ্রিন কার্ড আগেই পেয়েছেন। তার ছয় মাস পূর্ণ হয়েছে। সবশেষ প্রিন্ট আকারে যে কার্ডটি আসার কথা, সেটিও তিনি পেয়েছেন।
এদিকে, গুঞ্জন শোনা যাচ্ছে, যেহেতু গ্রিন কার্ডের মিশন সফল হয়েছে শাকিবের, তাই জুলাইয়ের প্রথম দিকে দেশে ফিরবেন শাকিব খান।
ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত ‘গলুই’ সিনেমাটি মুক্তি পায়। কিন্তু গ্রিন কার্ডের জন্য শাকিব খান দেশ না থাকায় অংশ নিতে পারেননি সিনেমাটির প্রচারণায়।
তবে এবার দেশে ফিরে নিজের প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমার শুটিং করবেন বলে জানা গেছে। সিনেমাটির মহরত হয়েছিল নিউইয়র্কে। এতে তার বিপরীতে রয়েছেন এক মার্কিন অভিনেত্রী।