সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:১৬ পূর্বাহ্ন

পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ

প্রতিনিধির নাম / ৭৮ বার
আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২

ছবি সংগ্রহীত
সোমবার (২৭ জুন) থেকে পদ্মা সেতুতে অনির্দিষ্টকালের জন্য মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এদিন ভোর ৬টা থেকে এ সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে।

রোববার রাতে সেতু বিভাগ এ নির্দেশনা দিয়েছে। তথ্য অধিদফতর থেকে গণমাধ্যমে প্রচারের জন্য পাঠানো এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এরমধ্যে, পদ্মা সেতু উন্মুক্তের প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন।

উল্লেখ্য, প্রথম দিনেই পদ্মা সেতুতে নিয়ম ভাঙার হিড়িক পড়েছে। চলাচলের ক্ষেত্রে সেতু কর্তৃপক্ষের নির্দেশনা ছিল, পদ্মা সেতুর কোথাও কোনো গাড়ি থামানো যাবে না। তবে সে নিয়মকে তোয়াক্কা না করে মাঝ সেতুতে গাড়ি থামিয়ে অনেককেই ছবি তুলতে দেখা গেছে।

কেউ করছেন ভিডিও, কেউ সেলফি তুলেছেন। বেশ কয়েকজনকে ছবি তোলার পাশাপাশি দেখা গেছে টিকটক ভিডিও করতে। অনেকে আবার পায়ে হেঁটেই পাড়ি দিয়েছেন পদ্মা সেতু, যা সেতু কর্তৃপক্ষ কর্তৃক সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

যাত্রীর বেশিরভাগই মোটরসাইকেলে করে আসছেন। পরিবার নিয়ে দেখতে আসছেন স্বপ্নের এই সেতু। অনেকের মাথায় ছিল না হেলমেট।
সূত্র যমুনা টেলিভিশন

আরও পড়ুন ??

পদ্মা সেতুতে মোটরসাইকেল দু”র্ঘ’টনা, আ”’হত ২
উদ্বোধনের পরদিনই রোববার (২৬ জুন) সকাল থেকে যান চাল শুরু হয়েছে পদ্মা সেতুতে। যান চলাচলের প্রথম দিনেই পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন।

রোববার (২৬ জুন) রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, মারাত্মক আহত হয়ে দু’জন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, সেতুর ২৭-২৮নং পিলারের মাঝে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে।
সূত্র যমুনা টেলিভিশন

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ