মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০২:১২ অপরাহ্ন

পঞ্চম বারের মত সেঞ্চুরি করলেন লিটন!

রাব্বি মল্লিক / ১৪৯ বার
আপডেট : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

মুশফিক-লিটনের ব্যাটে ভর করে বড় সংগ্রহের দিকে যাচ্ছে বাংলাদেশ। সেঞ্চুরি করেছেন লিটন। ৪১তম ওভারে রশিদ খানকে দর্শনীয় ইনসাইড আউটে কাভারের ওপর দিয়ে তুলে মেরে ওয়ানডেতে নিজের পঞ্চম শতক পূর্ণ করেন তিনি। ১৪টি চারে ১০৭ বলে শতকের দেখা পান লিটন।

এ বছর জানুয়ারিতে ক্রাইস্টচার্চ টেস্টে শতকের পর মাঝে এক ইনিংস (আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে) বিরতি দিয়েই শতক তুলে নিলেন লিটন।

উইকেটের চার পাশেই শট খেলছেন এই ওপেনার। কবজি ও পায়ের কারুকাজে জায়গা করে বাউন্ডারি আদায় করছেন। প্রয়োজনমতো বল দেরিতে খেলেও গালি দিয়ে বাউন্ডারি মেরেছেন।

৪৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ২৫৬। ১২২ রানে অপরাজিত লিটন। অন্যদিকে ৭১ রানে ব্যাট করছেন মুশফিক।

এদিকে ৬ ইনিংস পর অর্ধশতকের দেখা পেয়েছেন মুশফিক। ৩৪তম ওভারের দ্বিতীয় বলে রশিদ খানকে স্লগ সুইপে চার মেরে অর্ধশতক তুলে নেন মুশফিক।

আফগানিস্তানের সাত বোলার মিলেও কিছুই করতে পারছেন না। এক–দুই ও বাউন্ডারিতে বঙ্গোপসাগরের পাশে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রানের পাল তুলেছেন মুশফিক–লিটন।

৫২ বলে ৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ব্যাট করছিলেন সাকিব–লিটন। এই জুটি ভাঙতেই ১৬তম ওভারে আক্রমণে আফগান লেগ স্পিনার রশিদ খান। দ্বিতীয় বলেই সাকিবকে এলবিডব্লুর ফাঁদে ফেললেন তিনি।

৩৬ বলে ২০ রান করে ফিরলেন সাকিব। নিশ্চিত আউট বুঝতে পেরে রিভিউ নেননি বাংলাদেশ তারকা। এর মধ্য দিয়ে সাকিব–লিটনের ৫৪ বলে ৪৫ রানের জুটিটা ভাঙল। তামিম ১২ ও সাকিব ২০ রান করে ফেরেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ