বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩, ০১:৫৫ অপরাহ্ন

নেক সন্তান পাওয়ার তিন আমল

প্রতিনিধির নাম / ৭৩ বার
আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২

ইসলাম ডেস্ক।। নেক সন্তান পাওয়ার তিন আমল

নেক সন্তান আল্লাহর এক বড় নেয়ামত। ভালো কিংবা মন্দ সব বাবা-মায়েরাই নেক সন্তান চায়। যারা বিয়ে করবেন, যারা বিয়ে করেছেন এবং যারা আরো সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য কোরআন-সুন্নাহর দিকনির্দেশনা অনুযায়ী তিনটি আমল খুবই জরুরি। আর এসব আমলেই মহান আল্লাহ তাদের দান করবেন নেক সন্তান। কী সেই তিন আমল?

১. আল্লাহর কাছে দোয়া করা
আল্লাহ তাআলা মানুষকে তাঁর কাছে চাওয়ার নির্দেশ দিয়েছেন। চাইতে হবে শুধুমাত্র তাঁর কাছেই। কীভাবে চাইতে হবে তা-ও তুলে ধরেছেন কোরআনে। আল্লাহর কাছে নেক সন্তান চাওয়ার জন্য চমৎকার কিছু আয়াত তুলে ধরেছেন। তাহলো-
رَبَّنَا هَبۡ لَنَا مِنۡ اَزۡوَاجِنَا وَ ذُرِّیّٰتِنَا قُرَّۃَ اَعۡیُنٍ وَّ اجۡعَلۡنَا لِلۡمُتَّقِیۡنَ اِمَامًا
উচ্চারণ : ‘রাব্বানা হাবলানা মিন আযওয়াঝিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আইয়ুনাও ওয়াঝআলনা লিলমুত্তাক্বিনা ইমামা।’
অর্থ : ‘হে আমাদের রব্ব! আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের জন্য নয়ন প্রীতিকর এবং আমাদেরকে মুত্তাকীদের জন্য আদর্শ স্বরূপ করুন।’ (সুরা ফুরকান : আয়াত ৭৪)

আবার যাদের সন্তান হয় না, তাদের জন্য এটি অত্যন্ত সুন্দর একটি দোয়া। বার্ধক্যে হজরত জাকারিয়া আলাইহিস সালামের সে আবেদনও মানুষের জন্য আল্লাহ তাআলা এভাবে তুলে ধরেছেন-
رَبِّ لَا تَذَرۡنِیۡ فَرۡدًا وَّ اَنۡتَ خَیۡرُ الۡوٰرِثِیۡنَ
উচ্চারণ : ‘রাব্বি লা তাজারনি ফারদাও ওয়া আংতা খায়রুল ওয়ারিছিনা।’
‘হে আমার রব! আমাকে একা রেখো না, তুমি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী (অতএব আমাকে উত্তম ওয়ারিশ/সন্তান দান করুন)।’ (সুরা আম্বিয়া : আয়াত ৮৯)

হজরত জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের জন্য আরো একটি দোয়া করেন। সেই দোয়ায় আছে আল্লাহর প্রতি বিনয় ও নেক সন্তান পাওয়ার আশা। তাহলো-
رَبِّ هَبۡ لِیۡ مِنۡ لَّدُنۡکَ ذُرِّیَّۃً طَیِّبَۃً ۚ اِنَّکَ سَمِیۡعُ الدُّعَآءِ
উচ্চারণ : ‘রাব্বি হাবলি মিল্লাদুংকা জুররিয়াতান ত্বাইয়েবাতান; ইন্নাকা সামিউদ দোয়া।’
অর্থ : ‘হে আমার প্রভু! আমাকে তোমার পক্ষ থেকে পবিত্র সন্তান দান করো, নিশ্চয়ই তুমি দোয়া শ্রবণকারী।’ (সুরা আল-ইমরান : আয়াত ৩৮)

২. সুন্নাহ সম্মত আমল করা
নেক সন্তান পাওয়ার জন্য আগে থেকেই শয়তান থেকে বেঁচে থাকা জরুরি। তাই সব সময় আল্লাহর কাছে এভাবে আবেদন করা-
بِسْمِ اللّهِ اللّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَ جَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا
উচ্চারণ : ‘বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাশ শায়ত্বানা ওয়া জান্নিবিশ শায়ত্বানা মা রাযাক্বতানা।’
অর্থ : ‘আল্লাহর নামে, হে আল্লাহ, আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন এবং আমাদের যা রিজিক (সন্তান) দেবেন তা থেকে শয়তানকে দূরে রাখুন।
নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দাম্পত্য মিলনের আগে যদি কেউ এ কথা বলে তবে তাদের মিলনে সন্তান জন্ম নিলে তাকে শয়তান ক্ষতি করবে না। (বুখারি)

৩. গুনাহ থেকে বিরত থাকা
নেক সন্তান পেতে হলে স্বামী-স্ত্রীকে নেককার হতে হবে। তাদের উভয়কে নেক আমল করতে হবে। গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে হবে। তবেই মহান আল্লাহ তাদের দান করবেন নেক সন্তান।

মনে রাখতে হবে
নেক সন্তান দুনিয়া ও আখেরাতের জন্য বিরাট এক নেয়ামত। নেক সন্তান হচ্ছে সাদক্বায়ে জারিয়াহ, কারণ নেক সন্তান বাবা-মায়ের ইন্তেকালের পরেও তাদের জন্য দোয়া করে থাকেন। নেক সন্তানের নেক আমলের সওয়াব মা-বাবা কবরে শুয়ে শুয়ে অবিরাম পেতে থাকেন।

সুতরাং নেক সন্তান পাওয়ার জন্য কোরআন ও হাদিসের আমলগুলো করার পাশাপাশি গুনাহ থেকে বিরত থাকা জরুরি। তবেই আল্লাহ মানুষকে দান করবেন নেক সন্তান।

আল্লাহ তাআলা উম্মতে মুসলিমার সবাইকে নেক সন্তান দান করুন। আমিন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ