ছবি সংগ্রহীত
আজমির দরগার খাদিম দাবি করা এক ব্যক্তি বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মাকে হত্যার আহ্বান জানিয়েছেন। সৈয়দ সালমান চিশতির ওই ভিডিও মঙ্গলবার (৫ জুলাই) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিওতে সৈয়দ সালমানকে বলতে শোনা যায়, যে কেউ নূপুরকে হত্যা করবে তাকে নিজের বাড়ি ও সম্পত্তি দিয়ে দেবেন তিনি।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, আজমির পুলিশ সৈয়দ সালমানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। এরপর মঙ্গলবার সকালে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। তবে তার আগেই পালিয়ে যান সৈয়দ সালমান। এখন তার খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ।
নিজের ভিডিওতে সৈয়দ সালমান বলেন, তিনি নূপুরকে গুলি করে হত্যা করতে পারেন। তবে অন্য কেউ যদি তা করেন তবে তিনি তার সব সম্পত্তি এবং বাড়ি ওই ব্যক্তিকে দিয়ে দেবেন। ভিডিওতে নূপুরকে বকাঝকা দেন আজমিরের খাজা মঈনউদ্দিন চিশতির দরগার খাদিম দাবি করা সৈয়দ সালমান।
২ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটিতে তিনি বলেন, মহানবী (সা.) সম্পর্কে নূপুরের বক্তব্য ‘জঘন্য’ ছিল এবং তার মতো একজন ব্যক্তির বেঁচে থাকার অধিকার থাকা উচিত নয়। ভিডিওতে কয়েক বার কাঁদতে দেখা যায় সৈয়দ সালমানকে।
গত ২৮ উদয়পুরে দর্জি কানহাইয়া লালকে শিরশ্ছেদ করা মোহাম্মদ রিয়াজ ও গাউস মোহাম্মদও একই ধরনের আবেদন জানিয়ে ভিডিও করেছিলেন।
দরগা থানার এসএইচও দলবীর সিং বলেছেন, সৈয়দ সালমান চিশতির বিরুদ্ধে হত্যা, খুনের চেষ্টা এবং মারামারিসহ ১৩টিরও বেশি ফৌজদারি মামলা রয়েছে
সূত্র চ্যানেল ২৪