সোমবার, ০৫ জুন ২০২৩, ০৭:২৪ অপরাহ্ন

নির্বাচনের পর যে চমক নিয়ে আসছেন মৌসুমী

রাব্বি মল্লিক / ১৬৫ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২

শিল্পী সমিতির নির্বাচনের পর এবার চমক নিয়ে আসছেন ঢাকাই সিনেমার নন্দিত নায়িকা মৌসুমী। জনপ্রিয় এই নায়িকা গত জানুয়ারিতে অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে পেয়েছেন বিজয়ও।

নির্বাচন নিয়ে নানা বিতর্ক ও সমালোচনা এখনো চলমান। তবে বিজয় ছিনিয়ে নিয়ে মৌসুমী ফিরেছেন কাজে। এরই মধ্যে অংশ নিয়েছেন শুটিংয়ে। একটি বিজ্ঞাপনচিত্রের জন্য লাইট-ক্যামেরা-অ্যাকশনে নায়িকা।

জানা গেছে, বিজ্ঞাপনটি আরএফএল গ্যাস স্টোভের। রাজধানীর একটি স্টুডিওতে হয়েছে এর চিত্রায়ন। নাইন্টিজ কিডস প্রোডাকশন হাউজের ব্যানারে এটি নির্মাণ করেছেন শাফায়াত হোসেন শাওন। ‘পরিবারের একজন চিরদিনের বন্ধন’-এমন স্লোগানে আইডিয়া বক্সের পরিকল্পনায় নির্মিত হয়েছে বিজ্ঞাপনটি।

নতুন কাজ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘বিজ্ঞাপনটির থিম খুবই সুন্দর। পুরো টিম অনেক গোছানো কাজ করেছে। দর্শকের জন্য চমকপ্রদ কিছু আছে। প্রচারে এলেই সেটা বুঝতে পারবেন তারা।’

নির্মাতা শাফায়াত হোসেন শাওন বলেন, ‘ভিন্নধর্মী কনসেপ্ট নিয়ে বিজ্ঞাপনটি তৈরি করেছি। মৌসুমী আপাকে পেয়ে আমাদের পুরো টিম উচ্ছ্বসিত। আশা করি বিজ্ঞাপনটি দর্শকের ভালো লাগবে।’জানা গেছে, আগামী ১০ মার্চ থেকে বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ