বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৭:৫৪ অপরাহ্ন

নির্বাচনী ফলাফল ঘোষণা শেষ হতে না হতেই পুলিশের ওপর হামলায় আহত ৩ জন!

রাব্বি মল্লিক / ১৮১ বার
আপডেট : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

শরীয়তপুরের চিকন্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয় সোমবার। নির্বাচনের ফলাফল প্রকাশের পর পরাজিত প্রার্থীর সমর্থকেরা পুলিশের ওপর হামলা চালায়। এ হামলায় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে বগাদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলে। বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। পরে ফলাফল ঘোষণার পর ফলাফল না মেনে তালা প্রতীকের প্রার্থী হাফিজ উদ্দিন ও ঘুড়ি প্রতীকের প্রার্থী দলীল উদ্দিনের সমর্থকরা পুলিশের ওপর হামলা করে।

এ সময় হামলাকারীরা প্রিজাইডিং কর্মকর্তা-পুলিশের চারটি মোটরসাইকেল ও একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন। তাদেরকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ ফাঁকা গুলি করে। এখন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পালং মডেল থানার ওসি আক্তার হোসেন বলেন, দুই সাধারণ সদস্য মিলে ফলাফল না মেনে নিয়ে পুলিশের উপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনা স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ