শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:২৯ পূর্বাহ্ন

নিত্যপণ্যের দাম বাড়লেও মদে ২৫ শতাংশ ছাড়

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী জার্নাল / ১০৬ বার
আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২
২৫ শতাংশ ছাড় মদে নিত্যপণ্যের দাম বাড়লেও

নিজস্ব প্রতিবেদক,নরসিংদী জার্নাল ।। নিত্যপণ্যের দাম বাড়লেও মদে ২৫ শতাংশ ছাড়।

ভারতে প্রতিদিনই বাড়ছে পেট্রল ও ডিজেলের দাম। সেইসঙ্গে পাল্লা দিয়ে দাম বাড়ছে শাক-সবজিরও। বাজারে যখন সবকিছুর দাম আকাশচুম্বী, তখন সস্তায় পাওয়া যাচ্ছে মদ। তাও আবার ২৫ শতাংশ ছাড়ে।

ভারতে মদের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় দিতে খুচরা দোকানগুলোকে অনুমোদন দিয়েছে দিল্লির আবগারি দপ্তর। গত ফেব্রুয়ারিতে মদের ছাড়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল দিল্লি সরকার। করোনার বিধিনিষেধ লঙ্ঘন ও অন্যায্য দামে মদ বিক্রির অভিযোগে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এদিকে নতুন সিদ্ধান্তে মদের দোকানগুলো এমআরপিতে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দিতে পারে। এক্ষেত্রে দিল্লির আবগারি বিধি, ২০১০ এর ২০ ধারা কঠোরভাবে মানতে হবে। তবে, আবগারি কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, জনস্বার্থে যেকোনো সময় ছাড় প্রত্যাহার করার অধিকার রয়েছে সরকারের।

কোভিডের প্রাদুর্ভাবের মাঝে ফেব্রুয়ারি মাসে ‘একটি কিনুন, একটি পান’-এর মতো অফার দিচ্ছিল খুচরা দোকানগুলো। যার ফলে দোকানের বাইরে প্রচুর ভিড় জমে, লঙ্ঘিত হয় কোভিডবিধি। এরপরই ভারত সরকার মদ বিক্রিতে ছাড় নিষিদ্ধ করে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। তাসরিফ/ নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ