কুমিল্লা নগরীর নুরপুর চৌমুহনী এলাকায় নিজ বাসা থেকে গোলাম রাফি সারোয়ার নামে এক ব্যবসায়ীর গলাকা টা ম রদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ম রদেহ উদ্ধার করে।
রাফি ওই এলাকার মৃ ত আনোয়ার হেসেনের ছেলে। পরিবারের বরাত দিয়ে কোতয়ালী মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন, রাফি পেশায় মোবাইল ফেক্সিলোডের ব্যবসায়ী ছিলেন।
সে শনিবার তার মা সৈয়দা আক্তারের সঙ্গে এক আত্মীয়ের বাসায় গিয়ে রাতে একা বাসায় চলে আসে। রাতে সে একাই বাসায় ছিলেন। রোববার রাত ৯টার দিকে তার মা বাসায় ফিরে ছেলের গলাকাটা মরদেহ দেখতে পায়।
ওসি আরও বলেন, এখনো হ ত্যার মোটিভ জানা যায়নি। হ ত্যাকা ণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে। এদিকে সিআইডির ক্রাইমসিন ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত জব্দ করেছে।