বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০২:২২ অপরাহ্ন

নিজ নিজ প্রে’মিকের সঙ্গে থানায় বউ-শা’শুড়ি

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী জার্নাল / ১২১ বার
আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী জার্নাল।। নিজ নিজ প্রে’মিকের সঙ্গে থানায় বউ-শা’শুড়ি

গভীর রাতে বসতঘর থেকে পুত্রবধূ ও শাশুড়িকে আটক করে পুলিশে সোপর্দ করেছে প্রতিবেশীরা। এ সময় তাদের সঙ্গে দুই যুবককেও পুলিশে দেয় তারা।

প্রতিবেশীদের অভিযোগ, ওই পুত্রবধূ ও শাশুড়ির সঙ্গে এই দুই যুবকের বিবাহবহির্ভূত সম্পর্ক। এ কারণে তারা প্রায়ই ওই বাড়িতে যাতায়াত করতেন।

গত মঙ্গলবার গভীর রাতে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। চারজন এখন থানায় আছেন বলে জানিয়েছেন তাড়াশ থানার ওসি।

এদিকে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন তারা। এখন বিয়ের সিদ্ধান্তও নিয়েছেন বলে জানিয়েছেন আটক পুত্রবধূ এবং তার প্রেমিক। তারা বলেন, আমাদের ১১ বছরের সম্পর্ক। এখন বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গানেন্দ্রনাথ বসাক জানান, ঘটনার রাতে কোনো পুরুষ ঘরে ছিল না। এ সময় ঘরে দুই যুবকের উপস্থিতি টের পেয়ে প্রতিবেশীরা পুত্রবধূ ও শাশুড়িসহ তাদের আটকে রাখে। পরে বুধবার সকালে তাদের পুলিশে সোপর্দ করে তারা।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ