শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৬ পূর্বাহ্ন

নিজে টাকা দিয়ে হতদরিদ্রদের পাকাঘর করে দিচ্ছেন কাউন্সিলর!

রাব্বি মল্লিক / ১৭১ বার
আপডেট : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২

গাজীপুরে হতদরিদ্রদের পাকাঘর তৈরি করে দিচ্ছেন মহানগর যুবলীগ নেতা ও ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলম সরকার।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) নগরীর ইটাহাটা এলাকায় হতদরিদ্র শারমিন আক্তারের ঘর নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যদিয়ে এ কর্মসূচি শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলর ও যুবলীগ নেতা খোরশেদ আলম সরকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেকটি এলাকায় হতদরিদ্রদের জন্য বিনামূল্যে ঘর তৈরি করে দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

সেই নির্দেশনার অংশ হিসেবে আমরা এই জায়গা থেকে শুরু করলাম। এসময় হতদরিদ্রদের জন্য ঘর নির্মাণে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম, মোশারফ সৌরভ, মাসুদ সরকার, কৃষকলীগের রফিক উদ্দিন মনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ