বুধবার, ২২ মার্চ ২০২৩, ০৫:৫৬ অপরাহ্ন

নিজের বিধবা পুত্রবধূকে বিশাল ধুমধাম করে বিয়ে দিলেন শ্বশুর!

রাব্বি মল্লিক / ২৪৪ বার
আপডেট : বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

একমাত্র ছেলে অর্ণব ঘাঁটি। তাকে ভালো ঘরের মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলেন নকুল ঘাঁটি ও নন্দিতা। মেয়ের নাম শুভ্রা। সুখেই যাচ্ছিলো তাদের জীবন। কিন্তু হঠাৎ এক সড়ক দুর্ঘটনা এই পরিবারের সব শেষ করে দেয়। সেই দুর্ঘটনায় মা রা যান অর্ণব। স্বামীহারা হন শুভ্রা (২৩)। তার কোলে তখন দেড় বছরের ছেলে মৈনাক।

২০২০ সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মহিষাদল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এরপর কেটে যায় একটি বছর। এসময় শোকবিহ্বল শ্বশুর-শাশুড়িকে ছেড়ে যাননি শুভ্রা। তবে শুভ্রার একাকী জীবনের কথা চিন্তা করে তাকে ফের বিয়ে দিলেন শ্বশুর-শাশুড়ি।

সোমবার পশ্চিমবঙ্গের হলদিয়ার সুতাহাটার অনন্তপুর এলাকায় এই বিয়ে হয়। তার এবারের স্বামীর নাম মধু সাঁতরা। একটি গাড়ির শোরুমের কর্মচারী তিনি।

শুভ্রার অনুমতি নিয়ে ধুমধাম করে বিয়ের আয়োজন করেন নকুল। নবদম্পতিকে সোনার হার দিয়ে বরণ করেন নন্দিতা ঘাঁটি। সমাজের তোয়াক্কা না করে বিধবা শুভ্রার বিয়ের এই আয়োজন করায় প্রশংসায় ভাসছেন তারা।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ