সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৬ পূর্বাহ্ন

নিজেদের ট্রা’কের নিচে চা’পা পড়ে একই সাথে ভাই-বোনের প্রান হানি

প্রতিনিধির নাম / ৮২ বার
আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২

যশোর জেলা প্রতিনিধি ।।  নিজেদের ট্রা’কের নিচে চা’পা পড়ে একই সাথে ভাই-বোনের প্রান হানি

যশোর সদরে নিজেদের মাটি বহনকারী ট্রাকের নিচে চাপা পড়ে চাচাতো ভাই-বোনের মৃ’ত্যু হয়েছে। আজ রোববার (১৭ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট সরদারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নি’হতরা হলেন- নরেন্দ্রপুর ইউনিয়নের জিরাট সরদারপাড়া গ্রামের কামাল হোসেনের মেয়ে তায়িবা (০৪) এবং কামাল হোসেনের ভাই জামাল হোসেনের ছেলে আবু হুরাইয়া (০২)।

জানা যায়,আজ  রোববার সকালে কামাল হোসেন ট্রাক নিয়ে কাজে বের হওয়ার উদ্দেশে ব্যাক গিয়ারে দিয়ে বাড়ি সংলগ্ন রাস্তায় উঠার চেষ্টা করছিলেন। এ সময় তায়িবা ও আবু হুরাইয়া খেলার ছলে ট্রাকের পেছনে চলে যায় এবং নিচে চাপা পড়ে।

বিকট শব্দ শুনে আশপাশের লোকজন জড়ো হয়। কামাল ট্রাক থেকে নেমে দেখেন, দুই শি’শু ট্রাকের নিচে চাপা পড়েছে।

যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন  বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ বাড়িতেই আছে। এ ব্যাপারে অপমৃ’ত্যুর মামলা প্রক্রি’য়াধীন রয়েছে।

ই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ