শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ থেকে গাঁ’জাসহ পরিমণি গ্রে’ফতার

প্রতিনিধির নাম / ১৩৩ বার
আপডেট : সোমবার, ৬ জুন, ২০২২

ছবি সংগ্রহীত
গতকাল রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় গাজাঁসহ শাহিদা ওরফে পরিমণি নামে ৪৫ বছর বয়সী এক গৃহবধূকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রবিবার রাতে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পরিমণি ফতুল্লা থানার ধর্মগঞ্জ মাওলা বাজারের সাইফুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া আব্দুল বারেকের স্ত্রী।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ুন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১০টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে পরিমণিকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ১৯৫ পুরিয়া গাঁজা ও গাঁজা বিক্রির দুই হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন ??
বিএম কনটেইনার ডিপো কোনো আ.লীগ নেতার নয়: তথ্যমন্ত্রী
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার বিএম কনটেইনার ডিপোটি কোনো আওয়ামী লীগ নেতার নয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, বিএম কনটেইনার ডিপোতে দেশি-বিদেশি বিনিয়োগ রয়েছে। এখানে একটি পক্ষ বারবার আওয়ামী লীগকে জড়াতে চাইছে।

এদিকে ‘এতো বড় মানবিক বিপর্যয়ে বিএনপিকে দেখা যাচ্ছে না। সবই করছে আওয়ামী লীগ’- সীতাকুণ্ড ট্র্যাজেডি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় এমন সমালোচনাও করেন ড. হাছান।

আজ সোমবার ৬ জুন সন্ধ্যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তথ্যমন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে সারাদেশে আনন্দ চলছে। এসময় এমন দুর্ঘটনা কোনো নাশকতা কি না, তা-ও খতিয়ে দেখা হবে।

বিএম ডিপোতে দাহ্য পদার্থ থাকলে উদ্ধারকাজের সময় অন্যভাবে ফায়ার সার্ভিস কাজ করতো, সে বিষয়ে মালিকপক্ষের কমপ্লায়েন্স ছিল কি না, এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গতকাল রবিবার তথ্যমন্ত্রী বলেছিলেন,

ঢাকায় বসে আমি সেটি বলতে পারবো না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেটি খতিয়ে দেখছে। যদি তাদের কমপ্লায়েন্স না থাকে, সেক্ষেত্রে কর্তৃপক্ষ দায়ী হবে। আর কমপ্লায়েন্স থাকার পরও এটি ঘটলে, তা দুর্ঘটনা নাকি নাশকতা তা বেরিয়ে আসবে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ