ছবি সংগ্রহীত
নারায়ণগঞ্জে সাংবাদিককে কুপিয়ে জখম, গ্রেফতার ২
নারায়ণগঞ্জে সংবাদ সংগ্রহ করে ফেরার পথে এক সাংবাদিককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে।
সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় তাদের গ্রেফতার করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতাররা হলেন- জাঙ্গাল এলাকার জাকির হোসেন মোল্লার ছেলে বাবু মোল্লা ওরফে রাজিব (২৬) ও একই এলাকার শাহজাহান মোল্লার ছেলে শান্ত (৩০)।
এর আগে, রোববার (১৭ জুলাই) দুপুরে উপজেলার বন্দর-মদনপুর সড়কের হালুয়াপাড়া ব্রীজের সামনে দৈনিক মানবজমিন পত্রিকার নারায়ণগঞ্জ বন্দর উপজেলা প্রতিনিধি ও বন্দর প্রেসক্লাবের সহ-সভাপতি মো. নুরুজ্জামান মোল্লার (৪৫) ওপর হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি উপজেলার মদনপুরে আর কে হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় ভুক্তভোগী ওই সাংবাদিকের স্ত্রী আইরিন সুলতানা রুমা বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। তিনি বলেন, এক স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় তথ্য সংগ্রহ করে নিজের মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন নুরুজ্জামান। হালুয়াপাড়া ব্রীজের সামনে আসলে আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে তার পথ রোধ করে।
‘এ সময় শাজাহান মোল্লা ও জাকির হোসেনের নির্দেশে সবাই একত্রিত হয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো দা, ইট, হাতুড়ি ও কাঠের চেলি দিয়ে উপর্যুপরি আমার স্বামীকে আঘাত করে। সেই সঙ্গে তার ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর করে এবং তার পকেট থেকে ৫৫ হাজার টাকা কৌশলে চুরি করে নিয়ে যায়।’
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জাগো নিউজকে বলেন, হামলার ঘটনায় সাংবাদিকের স্ত্রী বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ আরও ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। আমরা অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছি। অন্যদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।