বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০২:০৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ক্লাব মা’র্কেটে আ’গুন

প্রতিনিধির নাম / ৫৬ বার
আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।। নারায়ণগঞ্জে ক্লাব মা’র্কেটে আ’গুন

নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের একটি ইলেকট্রনিক্সের দোকানে আগুন লেগেছে। এতে দোকানে থাকা মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এই আগুন মার্কেটের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

রোববার (২৬ জুন) বিকেল ৩টা ২০ মিনিটে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের নিচ তলার ইলেকট্রনিক্সের দোকানে আগুন লাগে। পরে মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ২০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, আগুনের ঘটনায় ন্যাশনাল ইলেকট্রনিক্সের ১৫টি ফ্রিজ ও ২০-২২টি টেলিভিশনসহ অন্যান্য মালামাল পুড়ে গেছে। এতে দোকনের মালিক মামুনুর রশিদের আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন ঢাকা পোস্টকে বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে। আগুনের ঘটনায় আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ