মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০২:৪১ পূর্বাহ্ন

নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে বাসচাপায় সাবেক চেয়ারম্যানের মৃ’ত্যু

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি / ৭০ বার
আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২
নামাজ_পড়তে_মসজিদে_যাওয়ার_পথে_বাসচাপায়_সাবেক_চেয়ারম্যানের_মৃ'ত্যু

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি || নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে বাসচাপায় সাবেক চেয়ারম্যানের মৃ’ত্যু।

সিরাজগঞ্জের তাড়াশ থেকে রাজধানী ঢাকায় যাচ্ছিলেন দেশিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ মাস্টার (৭২)।

পথিমধ্যে গাজীপুরের কালিয়াকৈর তেল পাম্পে গা‌ড়ি থামা‌লে নামাজের জন্য রাস্তার উল্টো পাশের মসজিদে যাচ্ছিলেন। এ সময় একটি বাস তাকে চা’পা দেয়। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মা’রা যান তি‌নি।

বিষয়টি নিশ্চিত করেছেন তার সফরসঙ্গী দেশিগ্রাম ইউনিয়নের আরেক সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস। তিনি জানান, শনিবার (২৩ জুলাই) তারা মাইক্রোবাসযোগে ঢাকা যাচ্ছিলেন। পথে কালিয়াকৈর তেল পাম্পে গা‌ড়ি থামা‌লে সামাদ মাস্টার মাগরিবের নামাজ পড়ার জন্য নামেন।

এ সময় তিনি অজু করে রাস্তার অপর পাশের মসজিদে যা‌চ্ছি‌লেন। রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি কোচ তা‌কে ধাক্কা দেয়। এ সময় তি‌নি মারাত্মক আহত হন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মা’রা যান তি‌নি।

তার মৃ’ত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের জনগণ।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। হিমেল/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ