বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৪ অপরাহ্ন

নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় বাসচাপায় ঝরল বৃদ্ধর প্রাণ

প্রতিনিধির নাম / ১৫৯ বার
আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২

ছবি সংগ্রহীত
এবার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আবদুস সামাদ মাস্টার (৭৩) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল শনিবার ২৩ জুলাই সিরাজগঞ্জের তাড়াশ থেকে মাই‌ক্রোবাসে ঢাকায় যাওয়ার সময় টাঙ্গাইলের কালিয়াকৈর এলাকায় দাঁড়িয়ে নামাজের জন্য রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা‌ ঘ‌টে।

এদিকে নিহতের সফরসঙ্গী দেশিগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা যাওয়ার পথে কালিয়াকৈর তেল পাম্পে গা‌ড়ি থামা‌লে তি‌নি মাগরিবের নামাজ পড়ার জন্য নামেন।

এ সময় তিনি ওজু করে রাস্তার বিপরীত পাশের মসজিদে যা‌চ্ছি‌লেন। রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি বাস তা‌কে ধাক্কা দেয়। এতে তি‌নি মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও সর্বস্তরের জনগণ

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ