নাটোরজেলা প্রতিনিধি।। নাটোরে প্রতিবন্ধী নারীসহ দুইজনের মর’দেহ উ’দ্ধার
নাটোরের সিংড়ায় গলায় ফাঁ’স দিয়ে এক প্রতিবন্ধী নারীসহ দুইজনের মরদেহ উ’দ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩১ মে) সকালে উপজেলার শেরকোল ইউনিয়নের আগপাড়ার একই গ্রামে পৃথক দুইজনের আ’ত্মহত্যার ঘ’টনা ঘটেছে।
মৃ’ত মেহেদি হাসান রাব্বি (১৬) সিংড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এসএসসি পরিক্ষার্থী ও শেরকোল আগপাড়া গ্রামের ব্যবসায়ী আয়নাল হকের ছেলে এবং উপজেলার একই গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী কোহিনুর বেগমকে (২৩) মৃ’ত শামসুল হকের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩০ মে) সন্ধ্যায় পড়তে না বসায় রাব্বির মোবাইল ফোন কেড়ে নেয় তাঁর মা। সেই রাগে বাড়ি থেকে বের হয়ে যায় সে। পরে রাতে বাড়িতে না ফেলার পরিবারের লোকজন আত্মীয়সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি।
পরে মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি পরিত্যক্ত বাড়িতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবার। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
অপরদিকে মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার একই এলাকায় এক প্রতিবন্ধী নারীর ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্বজনরা। পরে ঘরের জানালা ভেঙে তাঁর লাশ বের করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতালে পাঠানো হয়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে পৃথক দুইজনের মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ওই স্কুল শিক্ষার্থীর মর’দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়ে।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। তাসরিফ/নরসিংদী জার্নাল