নিজস্ব প্রতিনিধি || নরসিংদীতে সাত সকালে সড়কে ঝড়ল চার প্রাণ।
নরসিংদী রায়পুরায় পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন মারা গেছে। এসময় আহত হয়েছেন আরও একজন।
আজ শুক্রবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার আমীরগঞ্জে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মারা যাওয়া সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ওই সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
বিস্তারিত আসছে…
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।